‘স্পোর্টস হার্নিয়া’ থেকে শতভাগ সেরে ওঠেননি লামিনে ইয়ামাল। তবু গত রোববার রাতে লা লিগায় এলচের বিপক্ষে তাঁকে মাঠে ফেরানো হয়। বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে ৮৮ মিনিট খেলে একটি গোলও করেন। স্বাভাবিকভাবেই এরপর প্রত্যাশাটা হলো চ্যাম্পিয়নস লিগেও নিশ্চয়ই পাওয়া যাবে ইয়ামালকে?

ইউরোপসেরার এই ক্লাব প্রতিযোগিতায় আজ রাতে ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব ব্রুগার আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে ইয়ামালকে ঘিরে বার্সার ভক্তদের মাঝে এমন প্রত্যাশার ঢেউ উঠেছে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর শুনলে তাদের একটু হতাশই হতে হবে। ক্লাবটির কোচ হান্সি ফ্লিক নাকি টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী কিছুদিন স্পেন উইঙ্গারের খেলার সময় কমাবেন।

কারণ, ইয়ামালের মতো ১৮ বছর বয়সী প্রতিভাকে অতি ব্যবহারে অকালে নষ্ট করতে রাজি নন ফ্লিক। আগামী কয়েক সপ্তাহে তাই ইয়ামালকে বেছে বেছে ম্যাচ খেলাতে চান বার্সা কোচ। বেলজিয়ামের ক্লাব ব্রুগা যেহেতু তেমন শক্ত দল নয়, তাই এই ম্যাচে ইয়ামালের বার্সার মূল একাদশের হয়ে মাঠে নামা তাই পুরোপুরি নিশ্চিত নয়। তবে খেলবেন না কিংবা বদলি হিসেবে নামানো হতে পারে, এমন নিশ্চয়তাও দেননি কেউ।

আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫

বার্সা যে খুব ভালো ফর্মে আছে তা নয়। গত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ফ্লিকের দল। এলচের বিপক্ষে জিতে এল ক্লাসিকোয় হারের জ্বালা ভোলার চেষ্টা করেছে বার্সা। তবে ব্রুগার বিপক্ষে ইউরোপসেরার প্রতিযোগিতায় বার্সার স্মৃতি সুখকর। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত দুবার ক্লাবটির মুখোমুখি হয়ে দুবারই জিতেছে বার্সা। সেটা ২০০২-০৩ মৌসুমে। সেবার গ্রুপ পর্বে ব্রেইডেল স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমের গোলে ১-০ গোলে জিতেছিল বার্সা।

ক্লাব সদস্য ও সমর্থক মিলিয়ে মোট ১৩০০ জন নিয়ে ব্রুগার মাঠে যাবে বার্সা। আক্রমণভাগে রবার্ট লেভানডফস্কি এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এলচের বিপক্ষে মাঠে ফিরলেও ব্রুগার বিপক্ষে ফেরান তোরেসকে মূল একাদশের হয়ে খেলাতে পারেন ফ্লিক। ইয়ামাল শুরু থেকে খেললে তাঁর সঙ্গে মার্কাস রাশফোর্ডের খেলাও মোটামুটি নিশ্চিত। মাঝমাঠে ফেরমিন লোপেজ, মার্ক কাসাদো ও ফ্রেঙ্কি ডি ইয়ং—এই ত্রিমূর্তিকেই বেছে নিতে পারেন ফ্লিক। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এ পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় এবং একটি ম্যাচ হেরেছে বার্সা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে নবম কাতালান ক্লাবটি।

হলান্ডকে ঠেকাতে পারবে ডর্টমুন্ড?    

ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাবটিকে আজ রাতে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলে তৃতীয় ডর্টমুন্ড। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে দ্বিতীয় সিটি। তবে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে দুই দলের সংগ্রহই ৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে ছয়ে ডর্টমুন্ড, সাতে সিটি।

আরও পড়ুনফিফপ্রোর একাদশ: মেসি–রোনালদোর জায়গা হয়নি, ইয়ামাল সর্বকালের সর্বকনিষ্ঠ ১৫ ঘণ্টা আগে

দুই দলের ছয়বারের সাক্ষাতে তিনবার জিতেছে সিটি। একটি ম্যাচ জিতেছে ডর্টমুন্ড, দুটি ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠে জার্মান ক্লাবের বিপক্ষে শেষ ১১ ম্যাচেই জিতেছে পেপ গার্দিওলার দল—এর মধ্যে সর্বশেষ জয় ২০২৩-২৪ মৌসুমে। বুন্দেসলিগা প্রতিপক্ষের বিপক্ষে ২৩ বারের সাক্ষাতে সিটির হার মাত্র একটি।

তবে পরিসংখ্যান ডর্টমুন্ডের পক্ষেও সাক্ষ্য দিচ্ছে। ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ চারবারের মুখোমুখিতে তিনবারই জিতেছে জার্মান ক্লাবটি। সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জন্য ম্যাচটি পুনর্মিলনীর আবহও। ডর্টমুন্ড ছেড়ে ২০২২ সালে সিটিতে যোগ দেন নরওয়ে তারকা। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৭ গোল করা হলান্ডকে ঠেকানোর হোমওয়ার্ক নিশ্চয়ই করা আছে ডর্টমুন্ড রক্ষণের। কিন্তু তাতে কি লাভ হবে?

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ হল ন ড

এছাড়াও পড়ুন:

গানের সুরে, মেজবানের ঘ্রাণে—সিডনি যেন এক দিনের চট্টগ্রাম

একদিকে মেজবানের ঘ্রাণে মাতোয়ারা পরিবেশ, অন্যদিকে মঞ্চে নকীব খানের কণ্ঠে সুরের ঝংকার-দুয়ের মেলবন্ধনে গত রোববার সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ড যেন পরিণত হয়েছিল এক টুকরা বাংলাদেশে। ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়া’ আয়োজিত ‘চট্টগ্রাম উৎসব–২০২৫’ ছিল প্রবাসী বাঙালিদের এক দিনের আনন্দমেলা, যেখানে একদিকে মেজবানি মাংসের স্বাদে ভরে উঠেছে পেট আর অন্যদিকে নকীব খানের কালজয়ী গানে ভরে গেছে মন।

চট্টগ্রামের ঘ্রাণে সিডনি
৩০ বছরের রান্নার অভিজ্ঞতা নিয়ে বাবুর্চি আবুল হোসেনকে বিশেষভাবে বাংলাদেশ থেকে আনা হয় এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে। দুপুর থেকেই ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে শুরু হয় অতিথিদের ভিড়। প্রায় তিন হাজার মানুষের জন্য সাজানো হয়েছিল পাঁচটি পরিবেশন কর্নার, টেবিল আর সুশৃঙ্খল বসার ব্যবস্থা। কেউ বলছিলেন, ‘এ যেন বাংলাদেশের কোনো শিল্পপতির বাড়ির জমকালো বিয়ের অনুষ্ঠান।’ প্রবাসীদের একাধিকবার লাইনে দাঁড়িয়ে খাবার নিতে দেখা যায়। কেউ কেউ বলছিলেন, ‘সিডনিতে বসে আবুল বাবুর্চির মেজবানি খেতে পারব, ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, চট্টগ্রামের কোনো পাড়ার উৎসবে বসে আছি।’

সুরে সুরে নকীব খান
খাবারের পর শুরু হয় মঞ্চে সুরের আসর। সন্ধ্যা নামতেই আলো-রঙে মুখর মঞ্চে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খান—রেনেসাঁ ব্যান্ডের প্রাণপুরুষ। ৬০ পেরিয়েও তাঁর কন্ঠে যেন সেই পুরোনো দীপ্তি ও সেই পরিচিত আবেগ। গানের শুরুতেই দর্শকেরা উঠে দাঁড়ালেন, কেউ মুঠোফোন হাতে ভিডিও করছেন, কেউবা মুগ্ধ হয়ে গলা মিলাচ্ছেন তাঁর সঙ্গে।
নকীব খান একে একে গেয়ে শোনান ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘আর দেশে যাইও তুই’, ‘ভালো লাগে না’, ‘এমনই একটা দিন’—প্রতিটি গানেই দর্শকেরা কণ্ঠ মিলিয়েছেন। মঞ্চে ছিলেন স্থানীয় শিল্পীরা। তাঁদের মধ্যে অস্ট্রেলিয়াপ্রবাসী তরুণী আদিলা নূর গেয়ে শোনান সুপরিচিত গান।
মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় গীতিকার আবদুল্লাহ আল মামুন, যিনি ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ও ‘মুখরিত জীবন’—এর মতো বিখ্যাত গানের গীতিকার। তিনি এক পর্যায়ে মঞ্চে উঠে গলায় ধরেন নিজের লেখা গান, নকীব খানের সঙ্গে কণ্ঠ মেলান তিনিও।

গীতিকার আবদুল্লাহ আল মামুন ও নকীব খান মঞ্চে

সম্পর্কিত নিবন্ধ