গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট
Published: 5th, November 2025 GMT
গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ সম্পর্কে ঘটনাস্থল থেকে সকাল ৮টার দিকে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘বাবুর্চি মোড় এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি।’
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬ টার দিকে নগরের আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে৷ তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আগুনে পুড়ল ৫টি দোকান
চট্টগ্রাম নগরের পুরোনো চান্দগাঁও থানা-সংলগ্ন খাজা রোড এলাকায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফখরুদ্দিন জানান, একটি খাবারের দোকানে রাখা এলপিজি গ্যাস সিলিন্ডারের মুখে আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে একজন নারী সামান্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।