সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। যা ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস’র সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বরে যেটি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

এদিকে ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৬ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে।

গ্রামীণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত জানুয়ারি মাসে। ২০২৪ সালের জানুয়ারিতে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৮ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১১ দশমিক ৯ শতাংশ।

এছাড়া খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারিতে ১০ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। গ্রামীণ এলাকায় অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৫ সালের জানুয়ারিতে ৯ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ।

২০২৫ সালের জানুয়ারিতে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ।

এএ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ২০২৫ স ল র জ ন য় র ৯ দশম ক দশম ক ৯

এছাড়াও পড়ুন:

শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার

আইসিসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্বে পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে বৈশ্বিক এই ইভেন্টে দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার। 

বৃ্হস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। 

এ ছাড়াও সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তৃতীয় স্থান অধিকার করে। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বাদ পড়ে খুলনা। 

আরো পড়ুন:

অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ পেরিয়ে আলোর অপেক্ষা

জয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ-খালেদ আহমেদ। প্রস্তুতির জন্য দুই পেসারকে পাঠাচ্ছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের আগে তারা দেশে ফিরবেন। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৫ফেব্রুয়ারি ২০২৫)
  • লাহোরের পর করাচিতেও হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান
  • চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়ল ব্রাজিলের, আর্জেন্টিনারও
  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ ফেব্রুয়ারি ২০২৫)
  • চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের জন্য সুসংবাদ
  • বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার
  • বীমা শুধু নিজের নয়, পুরো পরিবারের জন্য সুরক্ষা
  • নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদনের শর্তসহ জেনে নিন বিস্তারিত