সাফ ও একুশে পদক জয়ীদের বাদ দিয়ে আমিরাত সফরের দল
Published: 20th, February 2025 GMT
সাফ জয়ী নারী ফুটবলাররা বৃহস্পতিবার একুশে পদক গ্রহণ করেছেন। একই দিন দুঃসংবাদও পেয়েছেন তারা। ওই দলের অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সফরের দল। ২৩ জনের এই দলের অধিকাংশ ফুটবলার কম বয়সী। ঘোষণা করা হয়নি অধিনায়কের নামও।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে অনুমেয়ভাবেই নেই সাফ জয়ী ও একুশে পদক গ্রহণ করা ও কোচের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ করা ১৮ ফুটবলার।
কোচকে বয়কট করা ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের মতো তারকারা এবার না থাকায় আফিদা খন্দকারের মতো তরুণদের হাতেই বাংলাদেশের নারী ফুটবলের ঝাণ্ডা দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র সদস্যরা কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিং, দুর্ব্যবহারের অভিযোগ আনেন। ইংলিশ কোচের অধীনে অনুশীলন করবেন না ঘোষণা দেন। বাফুফে সভাপতি তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরও অনুশীলনে আসেননি তারা। তাদের বাদ দিয়ে তাই ঘোষণা করা হয়েছে নতুন চেহারার দল।
বাংলাদেশ নারী ফুটবল দল : ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রায়, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মরিয়ম বিনতে, কানোম আক্তার, হালিমা আক্তার, স্বপ্না রানী, ঐশী খাতুন, মুনকি আক্তার, তনিমা বিশ্বাস, বন্যা খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন, মোসাম্মৎ সুলতানা, সুরভী আকন্দ প্রীতি, নবীরণ খাতুন ও আকলিমা খাতুন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ফ চ য ম প য়নশ প ফ টবল র
এছাড়াও পড়ুন:
হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত–আহতদের ছবি ও ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। এ রিটের ওপর আদেশের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
ওই ঘটনায় নিহত–আহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ ২৯ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ২১ জুলাই বিধ্বস্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ জুলাই পর্যন্ত হিসাবে, ওই ঘটনায় মৃতের সংখ্যা ৩৪।
পরে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেগুলোতে শিশুদের প্রায় পোশাকহীন, অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় দেখা যায়। এসব ছবি–ভিডিও শিশুদের পরিবারের পাশাপাশি সাধারণ নাগরিকদের ট্রমাটাইজ (মানসিকভাবে আঘাত) করে দিচ্ছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এ ধরনের দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি–ভিডিও প্রকাশে সংবেদনশীল হওয়ার বিষয়ে বলা হয়েছে। ভবিষ্যতে এসব ছবি ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। তাই হতাহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো আর যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।