আসামি স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে আবারও আগুন
Published: 4th, March 2025 GMT
বরিশাল নগরের কাউনিয়া এলাকায় যুবদল নেতা সুরুজ গাজীকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন হাওলাদারের বাড়িতে আবারও আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল সোমবার রাত ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া হাউজিং এলাকার তাঁর টিনশেড ঘরে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আসামি শাহীন হাওলাদার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা। অন্যদিকে নিহত সুরুজ গাজি একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, জমি বিক্রি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার রাত আটটার দিকে কাউনিয়া শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে শাহীন ও সুরুজের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে শাহীনের নেতৃত্বে কয়েকজন সুরুজকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে একই ওয়ার্ড যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক নয়ন গাজীকেও কোপানো হয়। গুরুতর অবস্থায় তাঁদের দুজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন শাহীনের বাড়িতে আগুন দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
গতকাল বিকেলে বরিশাল সদর উপজেলার লামছড়ি গ্রামে জানাজা শেষে সুরুজের দাফন সম্পন্ন হয়। জানাজায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, বিএনপি নেতা আনোয়ারুল হক প্রমুখ অংশ নেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে কাউনিয়া হাউজিং এলাকার শাহীন হাওলাদারের বাড়িতে আবারও আগুন দেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
এ হত্যাকাণ্ডের বিষয়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব শহিদুল হাওলাদার বলেন, ‘শাহীন দলের হাইব্রিড নেতা। দলের দুঃসময়ে সুরুজের ত্যাগ আছে। মূলত শাহীনের অপকর্মের প্রতিবাদ করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। এই হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগেও বিষয়টির সমাধানের জন্য তাঁরা উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে সুরুজকে হত্যা করা হয়। এটি আমাদের দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। শাহীন ও তাঁর গোটা পরিবার নগরের নানা অপকর্মের সঙ্গে জড়িত। আমরা এমন অপরাধী পরিবারের কঠোর শাস্তি চাই।’
আরও পড়ুনবরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ব্যক্তির বাড়িতে স্থানীয়দের আগুন০২ মার্চ ২০২৫এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেছে সুরুজের পরিবার। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন হাওলাদারসহ সাতজনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত বলেন, তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
শাহীনের বাড়িতে আবার আগুন দেওয়ার বিষয়ে ওসি বলেন, ‘অন্ধকারের মধ্যে কারা আগুন দিয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি। অতি উৎসাহী নাকি বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে, তা তদন্ত না করে নিশ্চিতভাবে বলতে পারছি না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর শ ল য বদল ল কজন গতক ল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।