মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে রাজধানীতে যুবদলের মিছিল
Published: 7th, March 2025 GMT
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি হয়ে কাটাবন গিয়ে শেষ হয়। যুবদলের পাশাপাশি ছাত্রদলের নেতারাও মিছিলে অংশ নেন।
পরে কাটাবনে সংক্ষিপ্ত সমাবেশে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।
শিশুটির মা জানান, তার মেয়ের এখনও জ্ঞান ফিরেনি। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না তারা।
তিনি বলেন, ‘মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছবির গল্পে মুশফিকের শততম টেস্টের আয়োজন
শামসুল হক