টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদ্রাসাপড়ুয়া এক শিশুশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয় গত ২৪ ফেব্রুয়ারি। এ ঘটনায় গ্রাম্য মাতববরা সালিশ বৈঠক করে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করেন। মাতবরদের চাপে বিষয়টি মানতে বাধ্য হন ভুক্তভোগীর মা। পরে তাঁর হাতে জরিমানার ৯২ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ ঘটনায় শনিবার মির্জাপুর থানায় ফিরোজ মিয়া নামে একজনের নামে মামলা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশে ফসলি জমিতে থাকা একটি গাছে বড়ই পাড়তে গেলে শিশুটিকে ডেকে ধর্ষণ করে ফিরোজ। বিষয়টি কাউকে জানালে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়ানো ও হত্যার হুমকি দেয়। ঘটনার পর বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানায় শিশুটি। 

বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য মাতবর মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন সপ্তাহখানেক পর সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশে উপস্থিত ছিল ফিরোজ। ধর্ষণের শাস্তি হিসেবে তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন মাতবররা। 

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, আসামি ফিরোজকে গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ