Prothomalo:
2025-11-04@06:27:57 GMT

কালোগলা দামা

Published: 23rd, April 2025 GMT

সুন্দরবন থেকে পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে ফিরেছি মাত্র তিন দিন আগে। এতই ব্যথা যে সপ্তাহখানেক বিশ্রাম প্রয়োজন। কিন্তু ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের পলাশপুরের এক পরিত্যক্ত আবাসন প্রকল্পে বিরল একটি পাখির আগমনের কথা শুনে ব্যথা ভুলে চলে গেলাম ধলেশ্বরীর পাড়ে।

প্রায় এক যুগ আগে পরিত্যক্ত হওয়া আবাসন প্রকল্পটির ভরাট করা বেলে মাটিতে তরতর করে বেড়ে উঠেছে নানা প্রজাতির কাষ্ঠল, ফলদ ও বুনো গাছপালা, ঝোপঝাড় এবং লতাগুল্ম। যেন চমৎকার এক গ্রামীণ বন! এক পাশে বিশাল আকারের মেঘশিরীষগাছের সারি। তার খানিকটা সামনে একটি ডকইয়ার্ড। পরিত্যক্ত এই আবাসন প্রকল্প বর্তমানে বহু প্রজাতির পাখি-প্রাণীর আশ্রয়স্থল। দিনের বেলায়ও এখানে শিয়ালের আনাগোনা।

পুরো এলাকায় ছোট-বড় ৮–১০টি শিমুলগাছ। বেশির ভাগ গাছেই টকটকে লাল ফুল। ফুলের রস পানের জন্য প্রচুর পাখির আগমন ঘটেছে। কাঠশালিক, হলদে পাখি, হাঁড়িচাঁচা, দাঁড়কাক, বুলবুলি, ছাতারে, বসন্তবাউরি, কাঠঠোকরা, শ্বেতাক্ষী আরও কত-কী? কিন্তু বহুক্ষণ শিমুলগাছের তলায় দাঁড়িয়ে থেকেও বিরল পাখিটির সন্ধান মিলল না। অসুস্থ শরীরে এত কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে এসে খালি হাতে ফেরত যেতে চাইছি না। তাই গাছের নিচে দাঁড়িয়ে একদৃষ্টে শিমুল ফুলের দিকে তাকিয়ে রইলাম। প্রায় আড়াই ঘণ্টা পর হঠাৎই পাখিটি এল। কিন্তু অতিচঞ্চল পাখিটির অস্থিরতার কারণে ভালো ছবি তোলা গেল না। মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে পাখিটি চলে গেল। মনটাই খারাপ হয়ে গেল।

ক্যামেরা হাতে ধীরপায়ে ধলেশ্বরীর পাড়ে ছোট একটি শিমুলগাছের কাছে গেলাম। শিমুল ফুলে কাঠশালিকের ছবি তুললাম। বেলা প্রায় তিনটার সময় নদীর দিক থেকে তিরবেগে উড়ে এসে পাখিটি শিমুল ফুলে বসল। আর যায় কোথায়? ক্যামেরায় ক্লিকের বন্যা বয়ে গেল। তবে বেশিক্ষণ এখানে থাকল না। আগের সেই বড় গাছের দিকে উড়ে গেল। নদীর পাড় থেকে খোঁড়াতে খোঁড়াতে কোনোরকমে ওখানে পৌঁছালাম। শেষ পর্যন্ত শিমুল ফুলে ওর ভালো ছবি তোলা গেল। ঘটনাটি ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারির।

বিরল পাখিটি এ দেশের শীতের পরিযায়ী কালোগলা দামা। ইংরেজি নাম ব্ল্যাক-থ্রটেড থ্রাস। গোত্র তুরডিডি। বৈজ্ঞানিক নাম Turdus atrogularis। পূর্ব ইউরোপ থেকে পশ্চিম সাইবেরিয়া হয়ে উত্তর-পশ্চিম মঙ্গোলিয়া পর্যন্ত পাখি বিস্তৃত। শীতে দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিযায়ী হয়। একসময় লালগলা দামার একটি উপপ্রজাতি হিসেবে কালো গলা দামা গণ্য হতো। সম্প্রতি আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

অতিচঞ্চল কালোগলা দামা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার