চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই এখন সবচেয়ে সফল দল
Published: 10th, March 2025 GMT
‘বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পেরে ওঠে না ভারত’—এই রোববারের আগে এটাই ছিল সত্যি। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়েই নিজেদের ইতিহাসের দুটি বৈশ্বিক শিরোপা জয় করা কিউইয়ের সুযোগ ছিল তিনে তিন করার। কিন্তু নিউজিল্যান্ডকে তিনে তিন করতে না দিয়ে দুবাইয়ে রোববারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা জিতে উল্টো ‘তিন’ পেয়ে গেল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। তাতে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও হয়ে গেল তারা। দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রেকর্ডটা নিজেদের করে নিল ভারতীয়রা।
ভারত প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে। বৃষ্টির কারণে পরপর দুই দিন ফাইনাল ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে চ্যাম্পিয়নের ট্রফিটা ভাগাভাগি করে ভারত। ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ২০১৩ সালে। এবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁয়ে ফেলে দলটি। অস্ট্রেলিয়া এর আগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল।
১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//