একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না: মির্জা আব্বাস
Published: 11th, March 2025 GMT
কোনো দলের নাম উল্লেখ না করে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না। কিছুই লিখছেন না আপনারা। শুধু লিখছেন বিএনপি সম্পর্কে, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন।’ তিনি বলেন, ‘আরও অনেক কিছু আছে তো। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিছুই লিখছেন না।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা আব্বাস। ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির একটি সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির নেতা–কর্মীদের মধ্যে যাঁরা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাঁদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল ২০২৪ সালের মার্চ মাসে গঠন করা হয়েছিল। ওই বছরের ২২ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল করা হয়েছে।
আজকের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘কোন ব্যবসায়ীর হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কত টাকা দেয়, কোন ব্যবসায়ী আজকে আমাদের অনেক রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে? যাদের নামে হত্যা মামলা থাকার পরও একটি দুটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই– আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় অনেক ব্যবসায়ী জড়িত আছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছুই লিখছেন না।’ এতে দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে উল্লেখ করে কেন এসব ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন মির্জা আব্বাস।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের সম্মেলন নিয়েও ইফতার অনুষ্ঠানে কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা গ্রেপ্তার হয়নি, কেন হয়নি, এটা আপনাদের তুলে ধরা দরকার। কারণ, এই সমস্ত লোক যারা অবৈধভাবে গত ১৭ বছরে টাকা কামিয়েছে, আগামী ১৭ বছর এই টাকা খরচ করবে বাংলাদেশ ধ্বংস করার পেছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের তুলে ধরেন। সাবধান করেন।’
ওই সব ব্যবসায়ীকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ওরা মনে করে টাকা হলেই বোধ হয় সবাইকে পকেটে নেওয়া যায়। কিন্তু এটা ওরা জানে না টাকা হলে সব সাংবাদিকদের কেনা যায় না। ওই লোকগুলো যদি অবৈধ টাকা নিয়ে এভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এ দেশের মানুষকে, গণতন্ত্রকে তারা রুদ্ধ করে ফেলবে।’
সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, ‘শুধু ব্যবসায়ীরা নয়, সচিবালয়েও খোঁজ নেন, আওয়ামী লীগের দোসররা কীভাবে সেখানে বসে আছে। আওয়ামী লীগের দোসররা সচিবালয়, থানা, ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় অবস্থান নিয়েছে। সুতরাং ওদের সম্পর্কে খোঁজখবর নিয়ে মানুষের সামনে তুলে ধরুন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কী অবস্থান, কোথায় অবস্থান, এটা আজকে আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।’
ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না। সংবাদপত্রের স্বাধীনতা ব্যতিরেকে কোনো দিন গণতন্ত্র হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানী) প্রমুখ। সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স থ য় অবস থ ন ব যবস য় আওয় ম আপন র
এছাড়াও পড়ুন:
হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত–আহতদের ছবি ও ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। এ রিটের ওপর আদেশের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
ওই ঘটনায় নিহত–আহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ ২৯ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ২১ জুলাই বিধ্বস্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ জুলাই পর্যন্ত হিসাবে, ওই ঘটনায় মৃতের সংখ্যা ৩৪।
পরে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেগুলোতে শিশুদের প্রায় পোশাকহীন, অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় দেখা যায়। এসব ছবি–ভিডিও শিশুদের পরিবারের পাশাপাশি সাধারণ নাগরিকদের ট্রমাটাইজ (মানসিকভাবে আঘাত) করে দিচ্ছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এ ধরনের দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি–ভিডিও প্রকাশে সংবেদনশীল হওয়ার বিষয়ে বলা হয়েছে। ভবিষ্যতে এসব ছবি ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। তাই হতাহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো আর যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।