Samakal:
2025-05-01@11:58:39 GMT

জানুয়ারি থেকে কমছে অপরাধ

Published: 15th, March 2025 GMT

জানুয়ারি থেকে কমছে অপরাধ

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত রাঙামাটিতে খুনসহ বিভিন্ন অপরাধ কিছুটা বেড়ে যায়। তবে চলতি বছরের জানুয়ারি থেকে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে। কমেছে অপরাধসহ মামলা দায়েরের সংখ্যা। গত সাত মাসে জেলার ১২ থানা ও আদালতে ৭৯৮টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে আদালতে ৬০৬টি ও থানায় ১৯২টি মামলা নথিভুক্ত হয়েছে।  
গত ২০ সেপ্টেম্বর রাঙামাটি জেলা শহরে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় অনিক চাকমা নামের এক কলেজছাত্র নিহত ও অর্ধশতের বেশি আহত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষক কার্যালয়সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও যানবাহনে আগুন দেওয়া হয়। তখন সাম্প্রদায়িক সংঘর্ষে নিহতের ঘটনায় আতঙ্কিত ছিল মানুষ। তবে পরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়।
প্রায় সাত লাখ মানুষ অধ্যুষিত রাঙামাটি জেলায় ১০টি উপজেলা রয়েছে। রাঙামাটি সদর, কাউখালী, রাজস্থলী, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু, নানিয়ারচরে একটি করে থানা থাকলেও বাঘাইছড়ি ও কাপ্তাইয়ের দুটি করে থানা রয়েছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত ১২ থানা ও আদালতে ৭৯৮টি মামলা হয়েছে। আদালতে মামলা (সিআর মামলা) হয়েছে ৬০৬টি। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ৪৬টি। থানায় মামলা (জিআর) হয়েছে ১৯২টি। গত বছরের আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাসে  ১২৬টি এবং চলতি বছরের আড়াই মাসে ৬৬টি মামলা দায়ের হয়েছে।   
প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত সাত মাসে রাঙামাটি জেলায় খুন, চাঁদাবাজি, চুরিসহ নানা অপরাধ কিছুটা বেড়েছে। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় এ অপরাধের সংখ্যা কম। আগষ্ট থেকে ডিসেম্বর পর্ষন্ত কিছুটা অপরাধ বাড়তি থাকলেও জানুয়ারি থেকে তা কমে এসেছে। ৭ নভেম্বর বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করে।
গত ২৪ ডিসেম্বর কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় ২ নম্বর রাইখালী যুবলীগের সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করা হয়। ২৬ জানুয়ারি নানিয়ারচর উপজেলার বেতছড়িতে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে ৪টি মোবাইল টাওয়ারের তার কেটে দেয়। ১৫ জানুয়ারি নিরাপত্তা বাহিনী ও আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হয়। ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় শিলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা করা হয়। এর পরদিন এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।   

কাউখালী থানায়  গত সাত মাসে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি খুন, ১টি নারী নির্যাতন, ১টি ধর্ষণ, ১টি চুরি, ১টি বিস্ফোরক মামলা, ১৬টি মাদক মামলা, ১টি চোরাচালান মামলা ও অস্ত্র মামলা ১টি।  
জেলা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু বলেন, ‘রাঙামাটিতে অপরাধের ঘটনা অন্য জেলা থেকে তুলনামূলকভাবে কম। তবে সাম্প্রদায়িক মামলা কিছুটা বেড়েছে। ২০ সেপ্টেম্বর একটি মারাত্মক ঘটনা ঘটেছে। আঞ্চলিক রাজনৈতিক দলের বিরোধে খুনের মামলা হয়েছে ১টি। রাজনৈতিক গুরুত্বপূর্ণ মামলার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রাঙামাটি সদর, কাপ্তাই ও কাউখালীতে ৩টি মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা বিষয়ক কতোয়ালী থানায় ২টি মামলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মামলার সংখ্যা বাড়তির দিকে থাকলেও চলতি বছরের জানুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত মামলা কিছুটা কমে গেছে।’
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, ‘চাদাঁবাজির বিশেষ কোন মামলা হয়নি। এছাড়া ডাকাতির মামলাও থানায় হয়নি। তবে আদালতের মাধ্যমে একটি মামলা হয়েছে। আর যেসব খুন মারামারিসহ অপরাধমূলক ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে দোষীদের  চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে কাউখালীতে শিলা হত্যা ও কাপ্তাইয়ে ব্যবসায়ী হত্যা মামলায় পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। অপরাধ ও মামলার সংখ্যা বাড়েনি।’


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ বছর র অপর ধ

এছাড়াও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা

নারী ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আবারও আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে ঘোষণা করেছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর তালিকা। ১২ জুন শুরু হয়ে এই ক্রিকেট উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত, যার সমাপ্তি ঘটবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মাধ্যমে।

এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।

টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।  
 
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।

আরো পড়ুন:

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার 

আগামী আসরে সরাসরি জায়গা করে নিয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল: স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল আসবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে, যেখানে বাংলাদেশসহ আরও বেশ কিছু দলকে লড়াই করতে হবে মূলপর্বে জায়গা পাওয়ার জন্য।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় জানান, “২০১৭ সালে নারী ক্রিকেট ইতিহাসে যে অধ্যায় লর্ডসে রচিত হয়েছিল, এবার আমরা সেই আবহে ফিরে যেতে চাই। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ইসিবি প্রধান রিচার্ড গুল্ড বলেন, “আমরা গর্বিত যে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লর্ডসে ফাইনাল আয়োজন—এটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্নপূরণের এক সম্ভাবনা।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ