বিখ্যাত বাবার বিখ্যাত ছেলে হতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে আপাতত পেশাদার ক্রিকেটার হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন কোরি ফ্লিনটফ।

নামের শেষাংশ পড়েই কোরির পরিচয় বুঝে ফেলার কথা। হ্যাঁ, কোরি ফ্লিনটফ ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের বড় ছেলে।

বাবার পথ অনুসরণ করে ফ্লিনটফের দুই ছেলে ক্রিকেটে এসেছেন। মেজ ছেলে রকি ফ্লিনটফ কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন; খেলছেন বাবারই ক্লাব ল্যাঙ্কাশায়ারে। ১৬ বছর বয়সী রকির এ বছর ইংল্যান্ড লায়ন্সেও (‘এ’ দল) অভিষেক হয়েছে।

এবার ফ্লিনটফের বড় ছেলে ও রকির বড় ভাই কোরিও প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটে চুক্তিবদ্ধ হলেন। ১৯ বছর বয়সী কোরি আগামী দুই মৌসুম খেলবেন কেন্টে। তাঁকে দলে ভেড়ানোর খবর আজ নিশ্চিত করেছে কাউন্টি ক্লাবটি।

গত কয়েক সপ্তাহ কেন্টে ট্রায়াল দিয়ে কোচিং স্টাফের মন জিতে নিয়েছেন অলরাউন্ডার কোরি ফ্লিনটফ। সম্প্রতি দলটির প্রধান কোচ হয়েছেন ইংল্যান্ডের আরেক সাবেক অলরাউন্ডার ও জাতীয় দলে অ্যান্ড্রু ফ্লিনটফের একসময়ের সতীর্থ অ্যাডাম হোলিওক।

একাডেমি ও বয়সভিত্তিক ক্রিকেটে কোরি সব ম্যাচ খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। গত বছরের সেপ্টেম্বরে ল্যাঙ্কাশায়ার বয়সভিত্তিক দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ২১ বছর বয়স পর্যন্ত কাউন্টি ক্রিকেটের নবাগত ক্রিকেটাররা বছরে প্রায় ২০ হাজার পাউন্ড (৩১ লাখ ৪৩ হাজার টাকা) পেয়ে থাকেন। ২০২৭ সাল পর্যন্ত কেন্টে থাকলে কোরি পাবেন ৪০ হাজার পাউন্ডের (৬২ লাখ ৮৬ হাজার টাকা) মতো।  

কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কোরি ফ্লিনটফ বলেন, ‘কেন্টে যোগ দিতে পেরে এবং অ্যাডাম হোলিওক ও তাঁর চমৎকার কোচিং স্টাফের অধীন আমার উন্নতি অব্যাহত রাখতে পেরে আমি আনন্দিত। ড্রেসিংরুমে সব সতীর্থ আমাকে স্বাগত জানিয়েছে। এখানকার পরিবেশ অসাধারণ। আমি জানি, শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এগিয়ে যাওয়ার জন্য কেন্টই আমার জন্য সঠিক জায়গা। আমার সামনে যা অপেক্ষা করছে, তা নিয়ে বেশ রোমাঞ্চিত।’

সর্বশেষ দুই মৌসুম কোরিকে বড্ড ভুগিয়েছে  পিঠের চোট। এ কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিংও করবেন। এ ছাড়া কাউন্টিতে খেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও চালিয়ে যাবেন। আগামী শুক্রবার নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ‘ডিভিশন টু’–এর ম্যাচ দিয়ে কেন্টের জার্সিতে অভিষেক হতে পারে কোরির।

অ্যান্ড্রু ফ্লিনটফের আরও দুই সন্তান আছে। বড় মেয়ে হোলি ফ্লিনটফের বয়স ২১ বছর আর ছোট ছেলে প্রেস্টন ফ্লিনটফের বয়স ৫ বছর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র বয়স

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ