এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবি
Published: 16th, April 2025 GMT
নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা এস আই টুটুলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজধানীর রূপনগরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলের পর মিরপুর-১০ গোলচত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।
দলটির মিরপুর জোনের নেতাদের অভিযোগ, গত সোমবার রাতে মিরপুরের রূপনগর থানা এলাকায় এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের হামলা করেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীরা। এতে এনসিপির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ ৬ জন আহত হয়েছেন।
বিক্ষোভে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতিতে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির কবর রচনা করতে হবে। রাজনীতিতে সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের জায়গা হবে না। হামলাকারী এস আই টুটুলকে গ্রেপ্তার করতে হবে। বিএনপির থেকে বহিষ্কার করতে হবে। তারেক রহমানের কাছে আহ্বান থাকবে, সন্ত্রাসীদের থামান। নইলে এরা বিএনপি ধ্বংস করবে।
বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের, হামলায় আহত ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল