এসএসসি পরীক্ষায় ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার কম হওয়ার কারণে সার্বিক ফলে পিছিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭ নম্বর অবস্থান সিলেটের। গত বছরের তুলনায় এবার পাসের হার যেমন কমেছে, তেমনি কমেছে জিপিএ ৫ পাওয়া।
বোর্ড কর্তৃপক্ষ ফলে সন্তুষ্টি প্রকাশ করলেও ইংরেজি ও গণিত বিষয়ের ফলে অসন্তোষ জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, ইংরেজি ও গণিতে বেশি অকৃতকার্য হওয়া ছাড়াও মানবিক বিভাগে ৩৫ ভাগ ফেল করার কারণেও ফলে প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, গ্রামীণ এলাকায় মানসম্পন্ন ইংরেজি ও গণিতের শিক্ষকের অভাব না থাকলে সিলেট বোর্ড আরও এগিয়ে যেত।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ; যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। এছাড়া জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ৬১৪টি; যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৫৭টি কম। জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও পাসের হারে সামান্য এগিয়ে রয়েছে ছেলেরা।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৮০৪ জন ও ছাত্রী ৬০ হাজার ৪১৫ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে ২৮ হাজার ৬৪৮ ও ছাত্রীদের মধ্যে ৪১ হাজার ৪০৭ জন। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৬২ ও ছাত্রীদের ৬৮ দশমিক ৫৪।
শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবারের পরীক্ষায় ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮০৫ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪৪২ জন। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ।
মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৭০ হাজার ৯৭৪ জন অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৯২৪ জন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। এ বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ।
এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৭৪১ জন ছেলে এবং ১ হাজার ৬৭০ জন মেয়ে। মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন। এর মধ্যে ছেলে ২২ এবং মেয়ে ৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন। এর মধ্যে ছেলে ২৮ ও মেয়ে ৬৬ জন।
অকৃতকার্যদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ হাজার ৩৬৩ জন; যা পরীক্ষার্থীদের ২২ দশমিক ৫৩ শতাংশ। মানবিক বিভাগে ফেল করেছে ২৫ হাজার ৫০ জন। এতে অকৃতকার্যের হার ৩৫ দশমিক ২৯ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্য হয়েছে ১ হাজার ৭১৫ জন। এ বিভাগে ফেলে হার ২৩ দশমিক ০৫ শতাংশ।
এবারের এসএসসি ফল ভালো হয়েছে জানিয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: এসএসস ম নব ক ব ভ গ প স কর ছ পর ক ষ য় ও গণ ত দশম ক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে