এসএসসি পরীক্ষায় ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার কম হওয়ার কারণে সার্বিক ফলে পিছিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭ নম্বর অবস্থান সিলেটের। গত বছরের তুলনায় এবার পাসের হার যেমন কমেছে, তেমনি কমেছে জিপিএ ৫ পাওয়া।
বোর্ড কর্তৃপক্ষ ফলে সন্তুষ্টি প্রকাশ করলেও ইংরেজি ও গণিত বিষয়ের ফলে অসন্তোষ জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, ইংরেজি ও গণিতে বেশি অকৃতকার্য হওয়া ছাড়াও মানবিক বিভাগে ৩৫ ভাগ ফেল করার কারণেও ফলে প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, গ্রামীণ এলাকায় মানসম্পন্ন ইংরেজি ও গণিতের শিক্ষকের অভাব না থাকলে সিলেট বোর্ড আরও এগিয়ে যেত।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ; যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। এছাড়া জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ৬১৪টি; যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৫৭টি কম। জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও পাসের হারে সামান্য এগিয়ে রয়েছে ছেলেরা।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৮০৪ জন ও ছাত্রী ৬০ হাজার ৪১৫ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে ২৮ হাজার ৬৪৮ ও ছাত্রীদের মধ্যে ৪১ হাজার ৪০৭ জন। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৬২ ও ছাত্রীদের ৬৮ দশমিক ৫৪।
শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবারের পরীক্ষায় ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮০৫ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪৪২ জন। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ।
মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৭০ হাজার ৯৭৪ জন অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৯২৪ জন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। এ বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ।
এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৭৪১ জন ছেলে এবং ১ হাজার ৬৭০ জন মেয়ে। মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন। এর মধ্যে ছেলে ২২ এবং মেয়ে ৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন। এর মধ্যে ছেলে ২৮ ও মেয়ে ৬৬ জন।
অকৃতকার্যদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ হাজার ৩৬৩ জন; যা পরীক্ষার্থীদের ২২ দশমিক ৫৩ শতাংশ। মানবিক বিভাগে ফেল করেছে ২৫ হাজার ৫০ জন। এতে অকৃতকার্যের হার ৩৫ দশমিক ২৯ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্য হয়েছে ১ হাজার ৭১৫ জন। এ বিভাগে ফেলে হার ২৩ দশমিক ০৫ শতাংশ।
এবারের এসএসসি ফল ভালো হয়েছে জানিয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: এসএসস ম নব ক ব ভ গ প স কর ছ পর ক ষ য় ও গণ ত দশম ক
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে, যার ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/অলোক/এস