ভারতীয় বাংলা সিনেমার প্রশংসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশি সিনেমায় অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছেন। বাণিজ্যিক ও শৈল্পিক— উভয় ঘরানার সিনেমায় তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। ৫৪ বছরের ঋতুপর্ণা এবার জানালেন, বাণিজ্যিক সিনেমার পণ্য তিনি।

মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে, তবু শরীরিভাবে নিজেকে যেমন ফিট রেখেছেন, তেমনি ক্যামেরা-অ্যাকশনেও সরব ঋতুপর্ণা। তার অভিনীত ‘পুরাতন’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে ক্যারিয়ারের প্রসঙ্গ উঠে আসে, তখন এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি বাণিজ্যিক সিনেমার পণ্য। নিজের ক্যারিয়ার ভিন্নভাবে সাজিয়েছি। কারণ নিজের ক্যারিয়ার নিজের মতো পরিচালনা করতে ভালোবাসি।”

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি এমন সিনেমায় কাজ করেছি, যেগুলো অনেক পরিপক্ক, অর্থপূর্ণ এবং সম্পূর্ণ আলাদা। তাই, নিজেকে কখনো কোথাও আবদ্ধ করিনি।”

বিয়ে এবং মা হওয়ার পর চিত্রনায়িকাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, এটা এক প্রকার ট্যাবু। যদিও এখন অতটা প্রভাব নেই। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা এসব দেখে এসেছেন। এ বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি সবসময় পুরোপুরি সুস্থ, ফিট থেকে ভালো কাজ করার চেষ্টা করেছি। তারপরও কে আমাকে থামাবে? কেউ পারবে না।”

চলতি মাসে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত-প্রযোজিত সিনেমা ‘পুরাতন’। মা-মেয়ের গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ