রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।

ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।

আরো পড়ুন:

বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল

বড় ধাক্কা বার্সেলোনায়

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।

বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।

রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”

ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।

সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত–আহতদের ছবি ও ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। এ রিটের ওপর আদেশের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।

ওই ঘটনায় নিহত–আহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ ২৯ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া।

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ২১ জুলাই বিধ্বস্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ জুলাই পর্যন্ত হিসাবে, ওই ঘটনায় মৃতের সংখ্যা ৩৪।

পরে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেগুলোতে শিশুদের প্রায় পোশাকহীন, অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় দেখা যায়। এসব ছবি–ভিডিও শিশুদের পরিবারের পাশাপাশি সাধারণ নাগরিকদের ট্রমাটাইজ (মানসিকভাবে আঘাত) করে দিচ্ছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এ ধরনের দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি–ভিডিও প্রকাশে সংবেদনশীল হওয়ার বিষয়ে বলা হয়েছে। ভবিষ্যতে এসব ছবি ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। তাই হতাহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো আর যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ