কাশ্মীরে পর্যটক হত্যা: পশ্চিমবঙ্গজুড়ে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ, মিছিল
Published: 25th, April 2025 GMT
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে চলে প্রতিবাদ ও বিক্ষোভ। এসব বিক্ষোভ থেকে দাবি উঠেছে হত্যকারীদের খুঁজে বের করে চরম শাস্তি বিধানের। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে কলকাতার সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মিছিল, মৌন মিছিল, মোমবাতি মিছিল হয়েছে।
গতকাল সন্ধ্যায় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা এক বিরাট মোমবাতি মিছিল বের করেন কাশ্মীরের নিরীহ পর্যটক হত্যার প্রতিবাদ জানিয়ে। তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের দৃঢ় অবস্থানের কথা জানান। মিছিল শুরু হয় বিশ্বভারতীর উপাসনা গৃহ প্রাঙ্গণ থেকে, শেষ হয় কেন্দ্রীয় কার্যালয় চত্বরে।
কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় এক বিরাট মৌন মিছিল হাতে মোমবাতি নিয়ে বের করে কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। একাত্মতা ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে। এই মোমবাতি ও মৌন মিছিল হয়েছে পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও গতকাল বিকেলে প্রতিবাদ মিছিল করেছেন। হাওড়ায় প্রতিবাদ মিছিল করেছে যুব তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের বহরমপুরে প্রতিবাদ মিছিল করেছে সিপিএম। নদীয়ার কৃষ্ণনগরে মোমবাতি মিছিল করেছে তৃণমূল। বর্ধমান আদালতের আইনজীবারা গতকাল কাশ্মীরের ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বর্ধমানে। বারাসাতের কাঠগোলা মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন স্থানীয় লোকজন। তাঁরা পাকিস্তানের পতাকাও পুড়িয়েছেন।
গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল আইএসএফ বা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও আলাদা প্রতিবাদ মিছিল করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সমুন্নত রাখার দাবি নিয়ে। আইএসএফ প্রতিবাদ মিছিল করেছে শিয়ালদহ থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত।
বিকেলে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিল করেছে কলকাতার কাঁকরগাছি থেকে । তাঁরাও দাবি তুলেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ’ব্যবস্থা’ নেওয়ার, পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ তৈরি করার। বিশ্ব হিন্দু পরিষদও বিকেলে কাশ্মীরের পর্যটক হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে বাগবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত। তারাও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিঘাত করার দাবি তুলেছে।
কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় এক বিরাট মৌন মিছিল হাতে মোমবাতি নিয়ে বের করে কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কলক ত র ব র কর ম মব ত গতক ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//