৫ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস
Published: 26th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজায় পাঁচ বছরে জন্য যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি হয়েছে হামাস। এই চুক্তি অনুযায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দি বাকি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারী দেশ মিসরের সঙ্গে আলোচনার পর আজ শনিবার এমন তথ্য জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা।
গাজায় ১৮ মাসের বেশি সময় ধরা চলমান সংঘাতের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। পরে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে হামাস ও ইসরায়েল—দুই পক্ষ আলোচনায় বসলেও যুদ্ধবিরতি নিয়ে একমত হতে পারেনি। এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় মিসর।
নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কায়রো সফর করেছিল হামাসের একটি প্রতিনিধিদল। পরিচয় প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে বলেন, পাঁচ বছর মেয়াদি একটি যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত আছেন তাঁরা। হামাসের কাছে এখনো ৫৮ জন জিম্মি বন্দী আছেন বলে জানিয়েছে ইসরায়েল সরকার।
মিসরের এই প্রস্তাবের আগে ‘আংশিক’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। ওই প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল দেশটি। তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় হামাস। তারা দাবি করে আসছে—আংশিক নয়, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধের দিকে এগোতে হবে। এ সময় গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল।
ইসরায়েলের হামলায় নিহত আরও ১৭
যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যেই গাজায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোর থেকে উপত্যকাটিজুড়ে হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরের একটি বাড়িতে হামলায় ১০ জন নিহত হয়েছেন। ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে আনুমানিক ২০ জন চাপা পড়ে আছেন।
এই হামলা থেকে প্রাণে বেঁচে যান উম ওয়ালিদ আল–খৌর। তিনি বলেন, ‘হামলার সময় সবাই সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। আমাদের ওপর বাড়িটি ভেঙে পড়ে। যাঁরা প্রাণে বেঁচে যান, তাঁরা সাহায্যের জন্য কান্নাকাটি করতে থাকেন। তবে কেউ আসেনি। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু।’
এ নিয়ে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকে গাজায় অন্তত ২ হাজার ৬২ জনে মৃত্যু হলো। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নৃশংসতায় উপত্যকাটিতে নিহত হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ। আহত লক্ষাধিক। সেদিন ইসরায়েলের হামলা শুরুর আগে দেশটিতে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৫১ জনকে।
আরও পড়ুনযুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল২৫ এপ্রিল ২০২৫শেষ হয়ে এসেছে ত্রাণ
গাজায় হামলার পাশাপাশি গত ২ মার্চ থেকে উপত্যকাটিতে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় তাদের কাছে থাকা ত্রাণসহায়তা কমে এসেছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে প্রধান ত্রাণ সরবরাহকারীদের মধ্যে একটি ডব্লিউএফপি। সংস্থাটি বলেছে, তাদের হাতে থাকা খাবারের বাকি মজুত গাজার বাসিন্দাদের খাবার সরবরাহকারী রান্নাঘরগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এই রান্নাঘরগুলোর খাবার পুরোপুরি শেষ হয়ে যাবে। গাজায় চিকিৎসা সরঞ্জামেরও একই অবস্থা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তীব্র সংকটের মধ্যেও গাজায় ত্রাণসহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এমন পরিস্থিতিতে গত বুধবার উপত্যকাটির ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। আর ডব্লিউএফপিকে গাজায় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে অবশ্যই খাবারকে ব্যবহার করা যাবে না।
আরও পড়ুনহামাস যেভাবে ইসরায়েলের ‘অপরাজেয়তার মিথ’ ভেঙে দিল২৪ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমরার এইতা দিবস-টিবস দিয়া কী অইব’
ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা ২০ মিনিট। মাথার ওপর প্রখর রোদের উত্তাপ। প্রচণ্ড গরমে ত্রাহি অবস্থায় একটু বিশ্রাম নিতে গাছের ছায়ার খোঁজে ক্লান্ত পথিক। এমন সময় ঘর্মাক্ত শরীরে একটি ভবন নির্মাণের কাজ করতে দেখা গেল কয়েকজন শ্রমিককে। তাদের একজন তোঁতা মিয়া, অপরজন হাবিবুল।
হাবিবুল পাথর ভরেই যাচ্ছেন, তোঁতা মিয়া সেগুলো মাথায় করে একের পর এক টুড়ি ছাদ ঢালাইয়ের জন্য পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট স্থানে। সেখানেও বালু-পাথরের মিশ্রণ করছেন আরও কয়েকজন। তাদের কর্মযজ্ঞের এক ফাঁকে কথা হয় তোঁতা মিয়ার সঙ্গে।
আলাপকালে তোঁতা মিয়া বলেন, ‘সারাদিন কাম (কাজ) কইরা ৫০০ ট্যাহা (টাকা) হাজিরা পাই। এইডি দিয়া কোনোমতে বউ-পুলাপান নিয়া দিন পার করতাছি। মে দিবস-টিবস কী কইতারতাম না। আমরার মতো গরিব মানুষ কাম না করলে পেডে ভাত জুটতো না এইডাই কইতারবাম।’
গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ করার সময় এসব কথা বলেন তোঁতা মিয়া (৪৫)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকায়। এ সময় কথা হয় আরেক নির্মাণ শ্রমিক একাদুল মিয়ার সঙ্গে। একাদুলও জানেন না মে দিবস কী। তিনি বলেন, ‘এই কাম কইরা খাইয়া-না খাইয়া বউ-পুলাপান লইয়া কোনোরহমে দিন পার করতাছি। বর্তমান বাজারো জিনিসপাতির দাম বাড়লেও আমরার মজুরি বাড়ে না। পাঁচ বছর আগেও যা পাইতাম, অহনও তাই পাই।’ তিনি বলেন, ‘কয়েক ট্যাহা সঞ্চয় করবাম এই বাও (উপায়) নাই। অসুখ অইয়া চার দিন ঘরে পইড়া থাকলে না খাইয়া থাহন লাগব। আমরার এইতা দিবস-টিবস দিয়া কী অইব?’
আজ বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনটি সারাবিশ্বের শ্রমিক শ্রেণির কাছে গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয় নানা আয়োজনে। কিন্তু যাদের অধিকার আদায়ের জন্য এ দিনটি পালন করা হয়– তারাই জানেন না দিবসটি সম্পর্কে। তাদের আরেকজন দিনমজুর রাজন মিয়া। রাজন জানান, এসব দিবসে তাদের মতো গরিব মানুষের কোনো লাভ-লোকসান নেই।