জয় পেলেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত— এমন সমীকরণে লাইপজিগের মাঠে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু রোমাঞ্চে ঠাসা ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ৩-৩ গোলে ড্র করে বাভারিয়ানরা। ফলে শিরোপা উৎসবের দিনটা আরও একটু পেছাল হ্যারি কেইন ও তার দলের।

ম্যাচের প্রথমার্ধে দুই গোল খেয়ে চাপে পড়ে যায় বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। অতিরিক্ত সময়ের একদম শেষ প্রান্তে ছিল জয়ের সুবাস। সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, বেঞ্চে বসে থাকা নিষিদ্ধ হ্যারি কেইনও অপেক্ষায় ছিলেন প্রথম শিরোপার। কিন্তু ঠিক তখনই লাইপজিগের ইউসুফ পুলসেনের গোল সব হিসেব ওলটপালট করে দেয়।

এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের পয়েন্ট ৬৭। তাতেই পয়েন্ট ব্যবধান ৯-এর। বাকি থাকা তিন ম্যাচে যদি লেভারকুজেন সবগুলো জেতে এবং বায়ার্ন তাদের শেষ দুই ম্যাচে হেরে যায়, তবে পয়েন্ট সমান হয়ে যাবে।

সেক্ষেত্রে নির্ধারক হবে গোল ব্যবধান। যেখানে বায়ার্ন এখনো লেভারকুজেনের চেয়ে এগিয়ে আছে ৩০ গোলে। বাস্তবতা বলছে, শিরোপা একপ্রকার নিশ্চিতই। কিন্তু বুন্দেসলিগার নিয়ম অনুযায়ী গোল ব্যবধানের সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় আনুষ্ঠানিক উদযাপনটা অপেক্ষায় রেখেছে বায়ার্নকে।

এই ম্যাচে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় খেলতে পারেননি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। যিনি ক্যারিয়ারে এখনো কোনো শিরোপা জেতেননি। বায়ার্ন লিগ জিতলেই প্রথমবারের মতো শিরোপা উঠবে তার হাতেই। তাই শিরোপা প্রায় পেয়ে গিয়েও, উদযাপন করতে না পারার হতাশা তার চোখে-মুখে স্পষ্ট।

তবে অপেক্ষার পালা হয়তো আর বেশি দীর্ঘ হবে না। আগামী রবিবার লেভারকুজেন যদি ফ্রেইবুর্গের বিপক্ষে জয় না পায়, তাহলেই নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের শিরোপা। আর তা না হলেও ১০ মে বায়ার্ন তাদের ঘরের মাঠে মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই আর কোনো জটিল হিসেবের দরকার থাকবে না। বলা যায়, কেইন ও বায়ার্নের শিরোপা এখন শুধু সময়ের অপেক্ষা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য় র ন ম উন খ ব যবধ ন

এছাড়াও পড়ুন:

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লৈরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লৈরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত
  • কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত
  • ক্যানসার আক্রান্ত মানুষদের নিয়ে অন্য রকম এক বৈশাখী উৎসব
  • মস্কোর পর এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’
  • কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা 
  • ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • চট্টগ্রামে শান্তি শোভাযাত্রায় অংশ নিলেন প্রেস সচিব
  • শ্রমিকদের নিয়ে ইবিতে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব