সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে আবারও ১৪ মাসের জন্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো।

মাইক্লো ফ্যাশন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই ব্র্যান্ডের আধুনিক, মিনিমালিস্ট ও লাইফস্টাইলভিত্তিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাহসান খানের ব্যক্তিত্বের চমৎকার মিল রয়েছে। মাইক্লোর সাথে তার এই যুক্ত হওয়া ব্র্যান্ডটিকে আরও শক্তিশালীভাবে তরুণদের মাঝে উপস্থাপন করবে।

তাহসান রহমান খান বলেন, ‘মাইক্লো এমন একটি ব্র্যান্ড যারা স্টাইলিশ ও কোয়ালিটি পোশাককে সবার জন্য সহজলভ্য করেছে। আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত।’

মাত্র এক বছরের মধ্যেই মাইক্লো সফলভাবে ১৪টি আউটলেট চালু করেছে এবং চলতি বছরে আরও ৭টি নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে। 

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ