সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে আবারও ১৪ মাসের জন্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো।

মাইক্লো ফ্যাশন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই ব্র্যান্ডের আধুনিক, মিনিমালিস্ট ও লাইফস্টাইলভিত্তিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাহসান খানের ব্যক্তিত্বের চমৎকার মিল রয়েছে। মাইক্লোর সাথে তার এই যুক্ত হওয়া ব্র্যান্ডটিকে আরও শক্তিশালীভাবে তরুণদের মাঝে উপস্থাপন করবে।

তাহসান রহমান খান বলেন, ‘মাইক্লো এমন একটি ব্র্যান্ড যারা স্টাইলিশ ও কোয়ালিটি পোশাককে সবার জন্য সহজলভ্য করেছে। আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত।’

মাত্র এক বছরের মধ্যেই মাইক্লো সফলভাবে ১৪টি আউটলেট চালু করেছে এবং চলতি বছরে আরও ৭টি নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘সেলফ-অর্ডার কিয়স্ক’ এখন কেএফসিতে

২০০৬ সাল থেকে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশে সেবা দিয়ে আসছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংস, যুক্তরাষ্ট্রের লাইসেন্সের আওতায় পরিচালিত হচ্ছে। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন এক মাত্রা—সেলফ-অর্ডার কিয়স্ক, যেখানে গ্রাহকেরা কাউন্টারে না গিয়ে নিজের অর্ডার নিজেই খুব সহজে করতে পারবেন।    

দেশের নির্দিষ্ট কিছু আউটলেটে ছয় মাসের সফল পরীক্ষার পর কেএফসি এখন রেস্টুরেন্টে চালু করেছে সেলফ-অর্ডার কিয়স্ক, যা ২০২৫ সালের মধ্যে প্রায় সব আউটলেটে পৌঁছে যাবে। গ্রাহকদের জন্য দ্রুত, আরামদায়ক এবং ঝামেলাহীন অর্ডারিং অভিজ্ঞতা তৈরি করাই এই সেবার উদ্দেশ্য।    
 
এই কিয়স্কে গ্রাহকেরা নিজের পছন্দমতো ডাইন-ইন বা টেকঅ্যাওয়ে নিতে পারবেন, বিশেষ সব অফার ও জনপ্রিয় আইটেমগুলো নির্বাচন করতে পারবেন এবং নিজের মতো করে অর্ডার কাস্টমাইজও করতে পারবেন। আর সঙ্গে থাকছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে পেমেন্ট সুবিধা।

সেলফ-অর্ডার কিয়স্ক তৈরি করেছে ট্রান্সকম টেকনোলজি। ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘কেএফসি সব সময়ই গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে কাজ করে আসছে। সেলফ-অর্ডার কিয়স্ক আমাদের সেই যাত্রার আরেকটি বড় পদক্ষেপ, যেখানে প্রযুক্তি ও সেবা মিলিয়ে আমরা তৈরি করছি স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় ডাইনিং অভিজ্ঞতা।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সেলফ-অর্ডার কিয়স্ক’ এখন কেএফসিতে