হেফাজতে ইসলামের গত শনিবারের ঢাকার মহাসমাবেশ থেকে তোলা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি নিয়ে আলোচনা-সমালোচনা হলেও কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির প্রধান লক্ষ্য মামলা থেকে মুক্তি। ইতোমধ্যে পাঁচ জেলায় ২২০ মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। সরকার মামলা প্রত্যাহারে রাজি হলেও ধীরগতিতে নাখোশ হেফাজত নেতাদের ভাষ্য, মুক্তভাবে কার্যক্রম চালাতে মামলা থেকে মুক্তি জরুরি। 

হেফাজতের আবেদনে ঢাকা জেলায় ৭৩ মামলার মধ্যে ৪৬টি প্রত্যাহারযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি কমিটির যাচাই-বাছাইয়ে। বাকি ২৭ মামলার যাচাই চলছে। নেতাদের ভাষ্য, ২০১৩ ও ২০২১ সালের সহিংসতার মামলা ব্যবহার করে আওয়ামী লীগ সরকার হেফাজতকে নিয়ন্ত্রণ করত। অন্তর্বর্তী সরকারের সময়ে মামলা প্রত্যাহার না হলে, নির্বাচনের সময়ে এই মামলাগুলো চাপের কারণ হতে পারে হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য। পরবর্তী নির্বাচিত সরকারও হেফাজতকে নিয়ন্ত্রণে মামলাগুলো ব্যবহার করতে পারে। 

মামলা প্রত্যাহারে হেফাজত নেতারা প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন। সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়ে বলা হয়, হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। যেসব মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন, সেগুলোতে আইনি প্রক্রিয়াতেই মুক্ত হতে হবে। হেফাজত সূত্র জানিয়েছে, এতে রাজি নন সংগঠনটির নেতারা। তারা সব মামলাই প্রত্যাহার চান। আওয়ামী লীগ আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বহুবার মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। 
হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী সমকালকে বলেন, ২২০ মামলা চিহ্নিত করে প্রহ্যাতারের আবেদন করা হয়েছে। এর বাইরে ৫০টির মতো মামলা রয়েছে বিভিন্ন জেলায়। সব মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে।  

কত মামলা
হেফাজতের সূত্র সমকালকে জানিয়েছে, ঢাকার ১৮ থানায় ৭৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৮২, নারায়ণগঞ্জের তিন থানায় ২৮, মুন্সীগঞ্জের দুই থানায় ১১ এবং চট্টগ্রামে ২৬টি মামলা রয়েছে। এসব মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে। 
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ আমলে দায়ের করা গায়েবি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আসিফ নজরুলের নেতৃত্বাধীন কমিটি গত ২০ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ২৯৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
নিয়ম অনুযায়ী, মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির কাছে আবেদন করতে হয়। যাচাই-বাছাইয়ে তা পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে মামলা হয়রানিমূলক বলে চিহ্নিত হলে প্রত্যাহারের সুপারিশ করা হয়। 

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের আবেদনে ঢাকায় জেলায় ৯৬৯ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। মামলা দেখভাল করা হেফাজত নেতা মাওলানা শরিফ হোসাইন সমকালকে জানিয়েছেন, এর মধ্যে ১৬টি মামলা হেফাজত-সংক্রান্ত। এসব মামলায় বিএনপি, জামায়াতের নেতাদেরও আসামি করা হয়েছিল।
হেফাজত সূত্র জানিয়েছে, ঢাকায় ৭৩ মামলার মধ্যে ৪৬টির বাছাই শেষ হয়েছে। মামুনুল হক ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের এবং ঢাকার দুটি মামলা থেকে খালাস পেয়েছেন। প্রত্যাহারের আবেদন করা ২২০ মামলার মধ্যে কমবেশি ৩০টিতে চার্জশিট হয়েছে বলে জানিয়েছেন শরিফ হোসাইন। 
হেফাজত এই মামলাগুলোরও প্রত্যাহার চাইলেও কীভাবে তা হবে– এ বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য জানতে পারেনি সমকাল। 

মামলা দিয়ে নিয়ন্ত্রণ
নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতায় ২০১০ সালে শাহ আহমদ শফীর নেতৃত্বে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় হেফাজত। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের প্রধান বিরোধী হিসেবে উঠে আসে হেফাজত। ওই বছরের ৫ মে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি করে শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজত নেতাকর্মীরা। দিনভর সংঘাত, সংঘর্ষের পর দিবাগত রাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে শাপলা চত্বরে অভিযান চালায়। 
সরকারি হিসাবে ৫ এবং ৬ মে সারাদেশে ৫৮ জন নিহত হন। গতকাল সোমবার হেফাজতের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা ৯৩। ২০১৩ সালে ঢাকাসহ পাঁচ জেলায় হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছিল। 

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে হেফাজত মাঠে নামলে আবার সরকার দমনপীড়ন চালায়। নিহত হন অন্তত ২১ জন। সেবার ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে আরও শ খানেক মামলা হয়। হেফাজত নেতাকর্মী ছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এসব মামলায় আসামি হয়ে বছরের পর বছর আদালতে চক্কর কাটছেন। 

হেফাজতের একাধিক নেতা সমকালকে বলেছেন,  ২০১৩ সালের পর এই মামলাগুলোকেই ব্যবহার করে হেফাজতের অধিকাংশ নেতাকে নিয়ন্ত্রণে এনেছিল তৎকালীন সরকার। হেফাজত নেতারা মামলা প্রত্যাহারের আবেদন নিয়ে প্রায়ই সাক্ষাৎ করতেন শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে। গণভবনেও যেতেন। আহমদ শফীও গিয়েছিলেন। ২০১৮ সালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে  শেখ হাসিনাকে  ‘কওমি জননী’ খেতাব দেয় কওমি মাদ্রাসার নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলায়া। সংস্থাটির চেয়ারম্যান আহমদ শফীসহ হেফাজতের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন সমাবেশে। ২০১৩ সালের মামলায় পড়ে কারাগারে যাওয়া এবং পরবর্তী সময়ে জামিনে মুক্ত সংগঠনটির অনেক নেতাই শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেন  আওয়ামী লীগ আমলে। 
হেফাজতসংশ্লিষ্ট ইসলামী ঐক্যজোট ২০১৭ সালে বিএনপির সঙ্গ ছাড়ে। এর পর আর দলটির নেতাদের মামলার চাপে পড়তে হয়নি। ২০২১ সালের জুলাইয়ে বিএনপির জোট ছাড়ে হেফাজতসংশ্লিষ্ট দুই দল খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম। পরের এক মাসে দল দুটির অন্তত ৬০ নেতা জামিন পান। 

আবার সক্রিয়, তবে মামলা প্রহ্যাতারে জোর
আওয়ামী লীগ আমলে শত শত মামলার কারণে চাপে পড়া হেফাজত আর কখনও ২০১৩ সালের মতো সক্রিয় হতে পারেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর, নিজেকে অরাজনৈতিক দাবি করা সংগঠনটি সক্রিয় হয়েছে। চার দাবিতে গত শনিবার তারা ঢাকায় মহাসমাবেশ করেছে। 
রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছে, হেফাজতের সমাবেশ হয়েছে নারী কমিশনের বিরুদ্ধে। যদিও সংগঠনটি ২৮ মার্চ চট্টগ্রামের সভায় সিদ্ধান্ত নিয়েছিল, ৩ মে ঢাকায় মহাসমাবেশ করবে। নারী কমিশন প্রতিবেদন দেয় ১৯ এপ্রিল। পরের দিন হেফাজত নারী কমিশন বাতিলের দাবি যুক্ত করে। 

শনিবারের মহাসমাবেশ থেকে হেফাজত আগামী তিন মাসে বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৩ মে বিক্ষোভ করবে। তবে মামলা প্রত্যাহারে সরকারকে দুই মাসের আলটিমেটাম দিয়েছে। সংগঠনটির নেতারা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলা প্রত্যাহার হলে, হেফাজত নেতারা কেন নিষ্কৃতি পাবেন না।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, ‘ফ্যাসিবাদের আমলের মিথ্যা মামলা তুলে নিতে নেতারা ড. ইউনূসের সঙ্গে অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে, সোজা আঙুলে ঘি উঠবে না। আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতের মামলা প্রত্যাহার না হয়, তাহলে যা করতে হয় তাই করবে হেফাজত।’

রাজনীতির পথেও বাধা মামলা
হেফাজত অরাজনৈতিক সংগঠন হলেও নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনের নেতারা হেফাজতেরও নেতা। যেমন বাংলাদেশ খেলাফতের আমির মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব।  

হেফাজতসংশ্লিষ্ট দলগুলো আগামী নির্বাচনকে সামানে রেখে ঐক্যবদ্ধ হতে চেষ্টা করছে। এ উদ্যোগে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও রয়েছে। যদিও  দলটির নেতারা সরাসরি হেফাজতে নেই। এই দলগুলো ঘোষণা দিয়েছে, আগামী নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর ভোট এক বাক্সে আনাই লক্ষ্য। নেতারা সমকালকে জানিয়েছেন, এ ঐক্যে হেফাজতও নিয়ামক শক্তি। 
একটি রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব সমকালকে বলেছেন, ইসলামী দলের মোর্চা আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে চাইছে। আদর্শিক বিরোধী জামায়াতের সঙ্গে জোট হলে, ইসলামপন্থিদের আগামী সংসদে প্রধান বিরোধী হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পুরোনো মামলা গলার কাঁটা হতে পারে। 
এই নেতা সমকালকে বলেন, অতীতে দেখা গেছে, হেফাজত যখনই নড়াচড়া করার চেষ্টা করেছে, তখনই মামলার চাপে ফেলা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে, তারা এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তাই রাজনৈতিক মামলার সঙ্গে হেফাজতের মামলাও প্রত্যাহার করা হোক।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: ২০১৩ স ল র ব যবহ র কর ন উপদ ষ ট স গঠনট র জন ত ক দ র জন ত ক ল গ আমল হ র কর ন ত কর সরক র ইসল ম ব এনপ সমক ল আওয় ম

এছাড়াও পড়ুন:

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংগঠনটি বলছে, ঘটনাটি প্রচলিত আইন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের দৃষ্টিতে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।

আজ সোমবার সংগঠনটি এক বিবৃতিতে এ কথা জানায়।

৯ আগস্ট রাত ৯টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)।

বিবৃতিতে আসক বলেছে, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এই ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে।

গণপিটুনিতে হত্যার ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা দেশের নাগরিকের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বিচারহীনতার সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ ও ভুক্তভোগী পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে আসক বলেছে, যেকোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গোষ্ঠী বা ব্যক্তিবিশেষকে দায়মুক্তি না দিয়ে তাদের শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে। কেননা এ ধরনের নির্মম ঘটনা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি আঘাত করে।

আসক–এর পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত অন্তত ১১১ জন নাগরিক ‘মব–সন্ত্রাসের’ শিকার হয়ে নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি-জিএস প্রার্থী চূড়ান্ত 
  • রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক