ব্যাপ্তি একদিনও হতে পারে, এক মাসও, বললেন সারজিস
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনে জমায়েত কর্মসূচিতে যোগ দিতে অনেকেই আসছেন৷ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসছেন৷
আজ শুক্রবার বেলা দুইটার দিকে এই প্রতিবেদন লেখার সময় ফোয়ারার সামনে স্থাপিত মঞ্চ থেকে নানা স্লোগান দেওয়া হচ্ছে৷ স্লোগানের এক ফাঁকে মঞ্চ থেকে মাইকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে৷ এই কর্মসূচির ব্যাপ্তি একদিনও হতে পারে, এক মাসও হতে পারে৷ যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসছে, ততক্ষণ আমাদের রাজপথে থাকতে হবে৷'
জুমার পর তীব্র গরমের মধ্যেই মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসছেন৷ জুমার নামাজের পর মঞ্চ থেকে যাঁদের উপস্থিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ প্রমুখ৷
এই প্রতিবেদন লেখার সময় মঞ্চ থেকে 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর', 'লীগ ধর, জেলে ভর', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ', 'কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়', 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ চাই’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই' প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছিল৷ স্লোগানের ফাঁকে ফাঁকে কেউ কেউ মাইকে কথা বলছেন৷ প্রতিবাদী কবিতাও আবৃত্তি করা হচ্ছে মঞ্চ থেকে৷
ফোয়ারা থেকে পরীবাগ অভিমুখী সড়কের ওপর কিছু আন্দোলনকারীকে রং দিয়ে বিভিন্ন স্লোগান লিখতে দেখা গেল৷ এসব স্লোগানের মধ্যে আছে 'চেয়ারের লোভ করে যে, আস্তাকুঁড়ে মরে সে', 'ক্ষমতা না জনতা?', 'জুলাই ঘোষণা?' ইত্যাদি৷
পরীবাগ অভিমুখী সড়কে রং দিয়ে স্লোগান লেখা হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে তারা মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
‘জীবন গাড়ির নাইরে ব্যাকগিয়ার’
ওসি আবুল কালাম আজাদ বলেন, “শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে যান সজল। এসময় তিনিও পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন পুকুরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল ও অনুছোয়াকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরো বলেন, “আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুইটি হেফাজতে নেই। মরদেহের ময়নাতদন্ত হবে কি না সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ