নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা
Published: 10th, May 2025 GMT
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। আগের দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিলেও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করল নুরুল হাসান সোহানরা।
সিরিজে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড ‘এ’। বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪৮.
দলীয় ১৬৬ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি কিউই ব্যাটিং লাইন আপে। ডিন ফক্সক্রফট আর জ্যাক ফোকসের জুটিতে ৪৮.২ ওভারে ২৩১ রান নিয়ে ৪ উইকেটে জিতে দলটি। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও নাইম হাসান শিকার করেন দুটি করে উইকেট। তবে আগের দুই ম্যাচে দারুণ পারফর্ম করা পেসাররা আজ ছিলেন নিষ্প্রভ।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে ইয়াসির আলির দায়িত্বশীল ব্যাটিং এবং নাসুম আহমেদের কার্যকর ফিফটিতে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় বাংলাদেশ ‘এ’। নাসুম ৫০ এবং ইয়াসির ৪৮ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকরা সংগ্রহ করে ২২৭ রান।
উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ