ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রায়হান শেখ (১৭) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকার কাঁটাবন এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের ফকু শেখের ছেলে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ইয়াসিন খালাসিকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয় রায়হান শেখ ও তার ভাগিনা সাকিল মাতুব্বর।

এদিকে সোমবার দিবাগত রাতে রাজশাহী থেকে ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করে র‍্যাব। মঙ্গলবার দুপুরে ইসমাইলকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আশরাফ হোসেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, পূর্ব শক্রতার জেরে ইয়াসিনকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে কক্সবাজারের নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২  

বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় সংশ্লিষ্ট পুলিশ  ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০১৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারিরা হলো সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার মৃত হাজী আবুল হোসেন মিয়ার মেয়ে ইয়াবা ব্যবসায়ী সলিমা বেগম (৫০) ও বন্দর থানার ২০ নং ওয়ার্ডের আকাশ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হৃদয় (২৫)।

পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে  ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(১১)২৫ ও ৩৯(১১)২৫। ধৃতদের বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত পৃথক মাদক মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে  গত বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে  যাত্রীবাহী ঢাকা মেট্রো ব ১৪- ৯৯৪৫ নাম্বারে ষ্টার লাইন পরিবহন ও একই তারিখ দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার মাহমুদনগর ছোট ব্রীজের সামনে পৃথকঅভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 
 

সম্পর্কিত নিবন্ধ