কিশোর গ্যাংয়ের হামলায় আহত আরেক কিশোরের মৃত্যু
Published: 13th, May 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রায়হান শেখ (১৭) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকার কাঁটাবন এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের ফকু শেখের ছেলে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ইয়াসিন খালাসিকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয় রায়হান শেখ ও তার ভাগিনা সাকিল মাতুব্বর।
এদিকে সোমবার দিবাগত রাতে রাজশাহী থেকে ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দুপুরে ইসমাইলকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, পূর্ব শক্রতার জেরে ইয়াসিনকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ক্যামেরার পেছনেও মন মনোজের
ওয়েব সিরিজ রঙিলা কিতাব, ঈদের সিনেমা দাগিতে স্বল্প উপস্থিতি দিয়েও নিজের ছাপ রেখেছেন মনোজ প্রামাণিক। তবে মনোজ এখন নির্মাণ আর প্রযোজনায় মনোযোগী বেশি। বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। হোয়াটসঅ্যাপে তাঁর দিনযাপনের গল্প শুনেছেন লতিফুল হক
অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন ১০ কি ১২ বছর হবে। তবে এরপরই যুক্ত হন শিক্ষকতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার। চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান প্রমুখ। আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন। গত ২১ মার্চ বুসানে যান মনোজ। এশিয়ার ১৭ দেশ থেকে এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন ১৯ জন। বিভিন্ন সংস্কৃতির ভিন্ন চিন্তার মানুষজনের সঙ্গে থাকা, রান্না করা, খাওয়া, পড়া থেকে ঘোরাঘুরি দারুণ উপভোগ করছেন তিনি।
মনোজ প্রামাণিক