ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ৫০ জন নিহত হয়েছেন। 

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বুধবার (১৪) মে আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবিরের আবাসিক ঘরবাড়িতে রাতভর বোমাবর্ষণ করেছে। এতে অন্তত ৫০ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। 

ইসরায়েলের আশকেলন এবং সদেরোতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এই অঞ্চলের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির নির্দেশ জারি করার পর এই হামলাগুলো করা হয়েছে।

আরো পড়ুন:

গাজায় আরো ১ সাংবাদিককে হত্যা, নিহত বেড়ে ২১৫

যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন–ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

জাবালিয়ায় হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের উঠোন এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালায়।

ইউরোপীয় হাসপাতাল গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালগুলোর মধ্যে একটি। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালের উঠোন এবং আশেপাশে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউরোপীয় হাসপাতালে হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর মতে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 

ইউরোপীয় হাসপাতালের কাছে যাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলের একটি কোয়াডকপ্টার ড্রোন দুই বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাকে আহত করেছে বলে জানা গেছে।

একই হামলায়, ইউরোপীয় হাসপাতালের খুব কাছের একটি বাড়িও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত এবং আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল দল হতাহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে।

চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার নাসের হাসপাতালের জরুরি বিভাগে আরেকটি হামলা চালানো হয়েছে। বিখ্যাত স্থানীয় সাংবাদিক হাসান এসলাইহ সেই হামলায় নিহত হয়েছেন।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল ন ন হত ইউর প

এছাড়াও পড়ুন:

২ কেন্দ্রে নেওয়া হবে রুয়েটে ভর্তি পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ নভেম্বর) রুয়েটের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক।

আরো পড়ুন:

রুয়েট নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

৩ দাবিতে আবারো রাস্তায় রুয়েট শিক্ষার্থীরা

সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।

এছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।

একইসঙ্গে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

এ সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

ঢাকা/মাহাফুজ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ অনেক
  • সৌদিতে বাস-ট্যাংকার সংঘর্ষ, ৪২ ভারতীয় হজযাত্রীর মৃত্যুর আশঙ্কা
  • ২ কেন্দ্রে নেওয়া হবে রুয়েটে ভর্তি পরীক্ষা
  • ভিজিটিং লেকচারার নিয়োগ দেবে বাংলাদেশ মেরিন একাডেমি
  • কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯