ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ৫০ জন নিহত হয়েছেন। 

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বুধবার (১৪) মে আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবিরের আবাসিক ঘরবাড়িতে রাতভর বোমাবর্ষণ করেছে। এতে অন্তত ৫০ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। 

ইসরায়েলের আশকেলন এবং সদেরোতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এই অঞ্চলের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির নির্দেশ জারি করার পর এই হামলাগুলো করা হয়েছে।

আরো পড়ুন:

গাজায় আরো ১ সাংবাদিককে হত্যা, নিহত বেড়ে ২১৫

যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন–ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

জাবালিয়ায় হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের উঠোন এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালায়।

ইউরোপীয় হাসপাতাল গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালগুলোর মধ্যে একটি। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালের উঠোন এবং আশেপাশে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউরোপীয় হাসপাতালে হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর মতে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 

ইউরোপীয় হাসপাতালের কাছে যাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলের একটি কোয়াডকপ্টার ড্রোন দুই বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাকে আহত করেছে বলে জানা গেছে।

একই হামলায়, ইউরোপীয় হাসপাতালের খুব কাছের একটি বাড়িও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত এবং আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল দল হতাহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে।

চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার নাসের হাসপাতালের জরুরি বিভাগে আরেকটি হামলা চালানো হয়েছে। বিখ্যাত স্থানীয় সাংবাদিক হাসান এসলাইহ সেই হামলায় নিহত হয়েছেন।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল ন ন হত ইউর প

এছাড়াও পড়ুন:

আমেরিকার ফুলব্রাইট স্কলারশিপ: সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে দুটি কোর্স

আমেরিকা নানা বৃত্তি ও ফেলোশিপের মধ্য অন্যতম একটি হলো ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রাম। এ প্রোগ্রামের আবেদনের শেষ দিন ছিল ৩১ জুলাই। যারা কোনো কারণে আবেদন করতে পারেননি, তাদের জন্য ১৫ আগস্ট পর্যন্ত সুযোগ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণ যাঁরা শিক্ষকতা করছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে। অনলাইনে আবেদন করা যাবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এফএলটিএ স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষকতার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিতেই বৃত্তি। যাঁরা স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান, সেসব বাংলাদেশি তরুণ-তরুণীর জন্য এটি একটি সুযোগ। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে কোর্স দুটি—

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো এবং তাঁদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা আমেরিকার এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

*কারা আবেদন করতে পারবেন—

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের—

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

*ইংরেজিতে পারদর্শী হতে হবে।

*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।

*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।

*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের।

বৃত্তির সুযোগ-সুবিধা—

৯ মাস মেয়াদি নন-ডিগ্রি এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

বিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিতবিনা খরচে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, ফাজিল–কামিলের শিক্ষার্থীদেরও সুযোগজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগআবেদনের পদ্ধতি—

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

*একাডেমিক নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর)।

*তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।

*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।

*টোয়েফল/আইইএলটিএসের স্কোরের সনদ।

আবেদন শেষ কবে—

প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

*আবেদনের নির্দেশনার বিস্তারিত তথ্য দেখুন এখানে

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৭
  • গাজায় ত্রাণ নিতে গিয়ে ১,৭৬০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ
  • পাকিস্তানে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৪৩ জন নিহত
  • আমেরিকার ফুলব্রাইট স্কলারশিপ: সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে দুটি কোর্স