কদিন আগেই ৮ কোটি টাকা মূল্যের পোরশে ৯১১ জিটি৩ আরএস গাড়ি কিনে আলোচনায় এসেছিলেন নেইমার। সেই গাড়ি কেনার খবর পুরোনো হওয়ার আগেই নেইমারের গ্যারেজে প্রবেশ করল নতুন আরেকটি গাড়ি। ব্রাজিলিয়ান তারকা এবার কিনলেন ফেরারি পুরোসাঙ্গু মডেলের বিলাসবহুল আরেকটি গাড়ি। একের পর এক গাড়ি কিনে নেইমার যেন গাড়ি কেনাকে এখন নেশায় পরিণত করেছেন!

নেইমারের বিলাসবহুল গাড়ির প্রতি আগ্রহ অবশ্য অনেক আগে থেকেই। বিভিন্ন সময় গাড়ির কারণে সংবাদের শিরোনামেও এসেছেন সান্তোস ফরোয়ার্ড। তবে এবার অল্প সময়ের ব্যবধানে দুটি নতুন গাড়ি কিনে যেন চমকে দিলেন তিনি। এবারের ফেরারির দাম কদিন আগে কেনা পোরশের প্রায় দ্বিগুণ।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী কালো রঙের এই ফেরারি কিনতে নেইমারের খরচ হয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার বেশি। বিলাসবহুল এই গাড়িটি এসইউভি (স্পোর্ট ইউটিলিটি ভেইকেল) মডেলের, যার অতিরিক্ত কিছু ফিচার এর মূল্য আরও বাড়িয়ে দিতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুননেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সদস্য, জেনে নিন দামসহ অন্যান্য তথ্য১১ মে ২০২৫

ফেরারি কেনার জন্য শুধু টাকা থাকলেই অবশ্য হবে না, ইতালিয়ান এই অটোমোবাইল ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট শর্তও পূরণ করতে হবে। পাশাপাশি ৭২৫ হর্সপাওয়ার ইঞ্জিনের এই গাড়িটি কেনার জন্য দুই বছর অপেক্ষাও করতে হয়েছে নেইমারকে।

এর আগে পোরশের এমন একটা গাড়ি কিনেছিলেন নেইমার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব ল সবহ ল

এছাড়াও পড়ুন:

সবার নজর টম ক্রুজের হাত ঘড়িতে 

‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে অংশ নিয়ে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন ৬২ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ। ছবিটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হলেও, তারকা অভিনেতার আগমন যেন ছিল এক আলাদা আকর্ষণ।

উৎসবের টমক্রুজ পরেছিলেন বেগুনি রঙের স্টাইলিশ পোশাক—প্যান্ট ও পলো-পুলওভারের একটি সমন্বয়, যা তাকে আরও তরুণ দেখাচ্ছিল। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর হাতে থাকা বিলাসবহুল রোলেক্সের ঘড়িটি।

ঘড়িটি ছিল ৪০ মিমি মাপের, ‘প্রেসিডেন্ট’ ব্রেসলেট যুক্ত, যার ডায়াল সাদা মুক্তার তৈরি এবং হীরার সূচক বসানো। ঘড়িটির ধাতব কাঠামো (প্লাটিনাম, গ্রে গোল্ড, না হোয়াইট গোল্ড)।

প্রসঙ্গত, রোলেক্স ডে ডেট মডেলটি প্রথম বাজারে আসে ১৯৫৬ সালে । এই অনন্য ঘড়ি এবং ব্যক্তিত্বের সমন্বয়ে টম ক্রুজ প্রমাণ করলেন—স্টাইল ও রুচির দিক থেকেও তিনি এখনো শীর্ষ তারকাদের একজন।

১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটবেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ