খালেদের ৬ উইকেট, ২৫৬ রানে অলআউট নিউজিল্যান্ড ‘এ’
Published: 15th, May 2025 GMT
সিলেটে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিন সকালেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’। টাইগার পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সফরকারীরা থেমেছে ২৫৬ রানে। ইনিংসের শেষ দিকের লড়াই সত্ত্বেও আর এগোতে পারেনি তারা।
প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্বিতীয় দিন শুরু করেই দ্রুত উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’। বাকি দুই উইকেট নিতে সময় নেননি খালেদ ও এনামুল। শেষ পর্যন্ত পুরো ইনিংসে খালেদ আহমেদ একাই শিকার করেন ৬ উইকেট, মাত্র ৫৯ রান খরচায়। তার বোলিং স্পেলে বোল্ড হন তিনজন, আর একজন ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। এ থেকেই বোঝা যায়, কিউই ব্যাটারদের বিপক্ষে কতটা প্রভাব বিস্তার করেছেন খালেদ। স্পিনার এনামুল হক বিজয়ও ছিলেন কার্যকর। ৩২ রানে তিনটি উইকেট নিয়ে তিনিও চাপ বাড়িয়েছেন সফরকারীদের ওপর।
প্রথম দিন বড় ধসের মুখে পড়েছিল নিউজিল্যান্ড ‘এ’। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। ১০১ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। তবে সাত নম্বরে নামা মিচেল হে এবং আট নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফট গড়েছিলেন লড়াকু জুটি। শেষ পর্যন্ত ফক্সক্রফটকে বোল্ড করে সেই প্রতিরোধ ভেঙে দেন খালেদ।
মিচেল হে প্রথম দিন অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে আর বেশি দূর যেতে পারেননি। ৮১ রানে তিনিও খালেদের বলে বোল্ড হন। টেলএন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক কিছুটা লড়াই করেন, দশ নম্বরে নেমে করেন ২৮ রান। কিন্তু তার ইনিংসও বেশিক্ষণ টেকেনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল দ আহম দ উইক ট
এছাড়াও পড়ুন:
আইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড় মিরাজ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করায় আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন শিয়ার্সকে পেছনে ফেলে মিরাজের এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার খবরটি আজ আইসিসির ওয়েবসাইটে জানানো হয়।
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মিরাজ। ক্যারিয়ারে এই প্রথম আইসিসির মাসসেরা হলেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
গত এপ্রিলে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১–১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এই দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ে ৩ উইকেটে জিতলেও সফরকারিদের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন। সেই টেস্টে জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট হওয়ার পথে ৫ উইকেট নেন মিরাজ। ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার পর আইসিসিকে মিরাজ বলেছেন, ‘আইসিসির মাসসেরা হওয়া অবিশ্বাস্য সম্মান। যেকোনো ক্রিকেটারের জন্য আইসিসির পুরস্কারই সর্বোচ্চ, আর বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এসব মুহূর্ত আমার ক্যারিয়ারের গতিপথকে মনে করিয়ে দেয়। ক্যারিয়ারের শুরুতে ২০১৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া ছিল আমার জন্য অনেক বড় প্রেরণা। এই পুরস্কারটিও তেমনই বিশেষ কিছু।’
মিরাজ আরও বলেছেন, ‘আইসিসির এমন স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও ভালো করার প্রেরণা। সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাই—এই পুরস্কার তাদেরও।’ বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে মিরাজের আগে সর্বশেষ আইসিসির মাসসেরা হয়েছেন সাকিব, ২০২৩ সালের মার্চে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজেই বল হাতে ঝলক দেখান মুজারাবানি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ পেসার দুই টেস্ট মিলিয়ে নেন ১০ উইকেট। এর ৯টিই সিলেটে, যা চার বছর পর জিম্বাবুয়েকে টেস্ট জেতাতে সহায়তা করে। সিলেট টেস্টে সেরা খেলোয়াড়ও হন মুজারাবানি।
নিউজিল্যান্ডের পেসার সিয়ার্স গত মাসে আলো ছড়িয়েছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নিজেদের মাঠে বাবর–রিজওয়ানদের ৩–০ ব্যবধানে ধবলধোলাই করে কিউইরা।সিয়ার্স প্রথম ওয়ানডেতে খেলেননি। শেষ দুই ওয়ানডেতে সুযোগ দারুণভাবে কাজে লাগান, পাঁচটি–পাঁচটি করে নেন ১০ উইকেট।
২০২১ সাল থেকে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির একটি স্বাধীন ভোটিং একাডেমি সেরা খেলোয়াড় নির্বাচন করেন। প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক। এ ছাড়া দর্শকেরাও আইসিসির ওয়েবসাইটে গিয়ে মনোনীত তিন খেলোয়াড়ের একজনকে ভোট দিতে পারেন।
নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের চার ক্রিকেটার চারবার আইসিসির মাসসেরা হলেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। সাকিব জিতেছেন দুবার—২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়েছেন ২০২৩ সালের নভেম্বরে।