সিলেটে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিন সকালেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’। টাইগার পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সফরকারীরা থেমেছে ২৫৬ রানে। ইনিংসের শেষ দিকের লড়াই সত্ত্বেও আর এগোতে পারেনি তারা।

প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্বিতীয় দিন শুরু করেই দ্রুত উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’। বাকি দুই উইকেট নিতে সময় নেননি খালেদ ও এনামুল। শেষ পর্যন্ত পুরো ইনিংসে খালেদ আহমেদ একাই শিকার করেন ৬ উইকেট, মাত্র ৫৯ রান খরচায়। তার বোলিং স্পেলে বোল্ড হন তিনজন, আর একজন ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। এ থেকেই বোঝা যায়, কিউই ব্যাটারদের বিপক্ষে কতটা প্রভাব বিস্তার করেছেন খালেদ। স্পিনার এনামুল হক বিজয়ও ছিলেন কার্যকর। ৩২ রানে তিনটি উইকেট নিয়ে তিনিও চাপ বাড়িয়েছেন সফরকারীদের ওপর।

প্রথম দিন বড় ধসের মুখে পড়েছিল নিউজিল্যান্ড ‘এ’। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। ১০১ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। তবে সাত নম্বরে নামা মিচেল হে এবং আট নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফট গড়েছিলেন লড়াকু জুটি। শেষ পর্যন্ত ফক্সক্রফটকে বোল্ড করে সেই প্রতিরোধ ভেঙে দেন খালেদ।

মিচেল হে প্রথম দিন অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে আর বেশি দূর যেতে পারেননি। ৮১ রানে তিনিও খালেদের বলে বোল্ড হন। টেলএন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক কিছুটা লড়াই করেন, দশ নম্বরে নেমে করেন ২৮ রান। কিন্তু তার ইনিংসও বেশিক্ষণ টেকেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: খ ল দ আহম দ উইক ট

এছাড়াও পড়ুন:

দুদিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের ২ মন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পেতে চলেছে। আগামী সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। এরপর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রথমে ইসহাক দারের এই সফর হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। তবে ২২ এপ্রিল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

জানা গেছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে- দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা।

অন্যদিকে, জাম কামাল খানের সফরকালে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরা।

ঢাকা/হাসান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • দুদিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের ২ মন্ত্রী