সিলেটে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিন সকালেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’। টাইগার পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সফরকারীরা থেমেছে ২৫৬ রানে। ইনিংসের শেষ দিকের লড়াই সত্ত্বেও আর এগোতে পারেনি তারা।

প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্বিতীয় দিন শুরু করেই দ্রুত উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’। বাকি দুই উইকেট নিতে সময় নেননি খালেদ ও এনামুল। শেষ পর্যন্ত পুরো ইনিংসে খালেদ আহমেদ একাই শিকার করেন ৬ উইকেট, মাত্র ৫৯ রান খরচায়। তার বোলিং স্পেলে বোল্ড হন তিনজন, আর একজন ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। এ থেকেই বোঝা যায়, কিউই ব্যাটারদের বিপক্ষে কতটা প্রভাব বিস্তার করেছেন খালেদ। স্পিনার এনামুল হক বিজয়ও ছিলেন কার্যকর। ৩২ রানে তিনটি উইকেট নিয়ে তিনিও চাপ বাড়িয়েছেন সফরকারীদের ওপর।

প্রথম দিন বড় ধসের মুখে পড়েছিল নিউজিল্যান্ড ‘এ’। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। ১০১ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। তবে সাত নম্বরে নামা মিচেল হে এবং আট নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফট গড়েছিলেন লড়াকু জুটি। শেষ পর্যন্ত ফক্সক্রফটকে বোল্ড করে সেই প্রতিরোধ ভেঙে দেন খালেদ।

মিচেল হে প্রথম দিন অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে আর বেশি দূর যেতে পারেননি। ৮১ রানে তিনিও খালেদের বলে বোল্ড হন। টেলএন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক কিছুটা লড়াই করেন, দশ নম্বরে নেমে করেন ২৮ রান। কিন্তু তার ইনিংসও বেশিক্ষণ টেকেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: খ ল দ আহম দ উইক ট

এছাড়াও পড়ুন:

৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার (০১ জুলাই) টেস্টের চতুর্থ দিনে এই জয় তুলে নেয় তারা।

বুলাওয়েতে প্রোটিয়ারা আগে ব্যাট করতে নেমে ওয়ান্দ্রে প্রিটোরিয়াসের ১৫৩ ও করবিন বসচের অপরাজিত ১০০ রানে ভর করে ৯ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে জিম্বাবুয়ে ৬৭.৪ ওভারে ২৫১ রানে অলআউট হয়।

এরপর প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান করে। এবার উইয়ান মুল্ডার ১৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন কেশভ মহারাজ। তাতে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় রেকর্ড ৫৩৭ রান।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৪৯ জনের মৃত্যু

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা যা জানা জরুরী

সেই রান তাড়া করতে নেমে ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে বিশাল হারের শঙ্কা জাগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ক্রেইগ আরভিনের ৪৯, ওয়েলিংটন মাসাকাদজার ৫৭ ও ব্লেসিং মুজারাবানির অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ৬৬.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়। তারপরও দক্ষিণ আফ্রিকা ৩২৮ রানের বড় জয় পায়। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে দশম বড় জয়।

বল হাতে স্প্রিং বকদের করবিন ৪৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার। ৩টি উইকেট নেন কোডি ইউসুফ। ১টি করে উইকেট নেন মহারাজ ও ব্রেভিস।

১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ওয়ান্দ্রে প্রিটোরিয়াস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রেকর্ড রান তাড়া করতে নেমে রেকর্ড ব্যবধানেই হার জিম্বাবুয়ের
  • ৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা