কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আরও ১২৭ শিক্ষার্থীকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ জনকে মেধাক্রম অনুসারে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২৭ জন নতুন করে আসন পেয়েছেন এবার।

তালিকা দেখতে ক্লিক করুন।

আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা১৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা ও সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় ‘সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ’ করা হল।

সম্পর্কিত নিবন্ধ