রাজশাহীর তানোরে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তানোর পৌর শহরের হাবিবনগর পালপাড়া গ্রামের শিব নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের সময় গলিত মরদেহটির শরীরে জড়ানো লুঙ্গি ও গেঞ্জি দেখে এটি নিজের ছেলে চিত্তরঞ্জন পালের (২৬) বলে দাবি করেছেন মনোরঞ্জন পাল নামের এক ব্যক্তি। চিত্তরঞ্জন পাল গত ২৬ এপ্রিল থেকে নিখোঁজ আছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জনের সঙ্গে একই এলাকার এক কলেজপড়ুয়া তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। ২৬ এপ্রিল রাতে খাওয়া শেষে ঘুমাতে যান চিত্তরঞ্জন। পরদিন ভোর থেকে তাঁকে আর বাড়িতে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে আজ সকালে স্থানীয় এক ব্যক্তি শিব নদে একটি বস্তা দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে গলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সেখানে গিয়ে পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে লাশটিকে চিত্তরঞ্জনের বলে দাবি করেন মনোরঞ্জন।

মনোরঞ্জন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি। এই নিয়ে ওই পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছে। তাঁর ছেলে নিখোঁজের পর গত বৃহস্পতিবার মেয়ের ভাই বলেন, ‘ছেলেকে খুঁজে আনেন, বিয়ে দেওয়া হবে।’ তিনি ছেলে হত্যার বিচার চান।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, পরিবারটির দাবির পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষার পর মরদেহটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিত্তরঞ্জন নিখোঁজের বিষয়ে ওসি বলেন, এ ঘটনায় জিডির পর দুই পরিবারের সদস্যদের একাধিকবার থানায় আনা হয়েছে। তাঁদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মরদেহের গায়ের পোশাক দেখে লাশটিকে নিজের ছেলের বলে দাবি করেছেন মনোরঞ্জন। এ ঘটনায় তিনি একটি হত্যা মামলা করতে চেয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র মরদ হ

এছাড়াও পড়ুন:

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

আরো পড়ুন:

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

আরো পড়ুন: মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা/এমআর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ