ঝাকড়া চুল, হাতে গিটার আর ভরাট কণ্ঠ—বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে এ এক নামই যথেষ্ট, ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি শুধু গায়ক নন, এক কিংবদন্তি, এক রকস্টার, যাকে সবাই ভালোবেসে ডাকেন ‘গুরু’।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সেই গুরুর জন্মদিন। ১৯৬৪ সালে নওগাঁয় জন্ম নেওয়া জেমস এবার পা রাখলেন জীবনের ৬২তম বছরে। ভক্তদের কৌতূহল—কীভাবে কাটান তিনি এই বিশেষ দিন?
আরো পড়ুন:
বাষট্টিতে নগরবাউল জেমস
জুবিনের গাওয়া গান আমাকে বিখ্যাত করেছে: অনন্ত জলিল
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, জন্মদিনে জেমস কখনো কোনো আনুষ্ঠানিক আয়োজন করেন না। বরং দিনটি কাটান একান্তে পরিবারের সঙ্গেই।
তার ভাষায়—“উনি (জেমস) জন্মদিনে পরিবারের সদস্যদের সময় দেন। আত্মীয়-স্বজন, কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান। নানাজন নানাভাবে শুভেচ্ছা জানান, সেগুলোও তিনি উপভোগ করেন।”
ভক্তদের উন্মাদনা অবশ্য থেমে থাকে না। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হাজারো শুভেচ্ছা, ভক্তদের স্মৃতিচারণ আর আবেগঘন ভালোবাসা। শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাতে ভোলেন না এই কিংবদন্তিকে।
জেমসের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘সবই ভুল’। গানের কথা লিখেছেন তিনি নিজে, সহযোগিতা করেছেন বিশু শিকদার। সুর ও সংগীত পরিচালনাও করেছেন জেমসই।
বাংলাদেশি সংগীতের ইতিহাসে রক ধাঁচের গানকে যে শিল্পী নতুন মাত্রা দিয়েছেন, তিনি জেমস। জন্মদিনে তাই ভক্তদের একটাই প্রত্যাশা—‘গুরু’ যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন গেয়ে যান, আর সুরে-সংগীতে মাতিয়ে রাখেন পুরো জাতিকে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।