ফ্লোটিলার ২১ নৌযান কব্জায় নেওয়ার দাবি ইসরায়েলের
Published: 2nd, October 2025 GMT
ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলো এগিয়ে যাচ্ছে গাজা অভিমুখে। তবে ৪৪ নৌযানের মধ্যে ২১টি নিজেদের কব্জায় নেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, গ্রেপ্তার করা হয়েছে ২০০ জনকে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গ্রেপ্তারকৃত ত্রাণকর্মীরা ‘নিরাপদে এবং সুস্থ আছেন।’ খবর আলজাজিরার।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
বিবৃতিতে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হাওয়া অধিকারকর্মীদের মধ্যে ইউরোপের যারা তাদের দেশে ফেরার প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে।
এদিকে, ইসরায়েলের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা ত্রাণ নিয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছেন। আজ দুপুর ১২টার দিকে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ‘মিকেনো’ নামের ওই নৌযানটি গাজার জলসীমায় প্রবেশ করেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলে অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী এটা আটক করেছে কি না তা স্পষ্ট নয়।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।