দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক: মির্জা ফখরুল
Published: 2nd, October 2025 GMT
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে। সুদীর্ঘকাল ধরে বাংলাদেশসহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঐশ্বর্যময় ঐতিহ্য মহিমামণ্ডিত। দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক।
বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
নিউইয়র্কে ডিমকাণ্ড: হার্ড লাইনে এনসিপি, ‘প্রভাব পড়বে রাজনীতিতে’
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার নিন্দা অন্তর্বর্তী সরকারের
মির্জা ফখরুল বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এ উপলক্ষে আমি সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।”
পৃথিবীতে অঞ্চলভেদে যেকোনো উৎসবই মানুষের মধ্যে স্বর্গীয় আনন্দ ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “উৎসবের প্রাঙ্গণে কোনো বিধিনিষেধ নেই। সেটি প্রত্যেক মানুষেরই মিলনক্ষেত্র। বাংলাদেশের মৃত্তিকার গভীর থেকে যে ইতিহাস-ঐতিহ্য উৎসারিত হয়, সেটি ধর্মীয় স্বাধীনতা-মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে। দুর্গাপূজার মূল বাণী হচ্ছে, অশুভের ওপর শুভের জয়। দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্য মন্দকে উপলব্ধি করেন, তা প্রতিহত করেন।”
ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক কোনো বৃত্তে আবদ্ধ থাকে না, উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “উৎসব বৃত্ত অতিক্রম করে সব মানুষকে নিয়ে উদযাপিত হয়। মানুষের আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।”
অপশক্তির অশুভ তৎপরতা দুর্গাপূজার উৎসবে যাতে কোনোভাবেই বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ-ভাঙচুরসহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে। তাদের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর। তবে, অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপে পাহারা দিচ্ছে। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। তাদের প্রতিহত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল
এছাড়াও পড়ুন:
বিশ্ব ডায়াবেটিস দিবসে হাতিরঝিলে ম্যারাথন
বিশ্ব ডায়াবেটিস দিবসে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়।
ম্যারাথনে অংশ নেন দেশের প্রথিতযশা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থী ও জনসাধারণ। প্রায় এক হাজার অংশগ্রহণকারী গোটা হাতিরঝিল ঘুরে ম্যারাথন শেষ করেন।
এই আয়োজন উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি চিকিৎসক ফারিয়া আফসানা বলেন, সাধারণ মানুষকে শরীর চর্চা ও নিয়মিত হাঁটায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছরই ডায়াবেটিস দিবস উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হবে।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফারুক পাঠান তাঁর বক্তব্যে বলেন, কেবল ডায়াবেটিস রোগীরা নয়, সুস্থ থাকতে ও ডায়াবেটিসসহ সব অসংক্রামক রোগ প্রতিরোধ করতে সবাই মিলে হাঁটুন। প্রতিদিন হাঁটুন।
ম্যারাথন শেষে চিকিৎসক ও সাধারণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপদের পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাই পেয়েছেন মেডেল ও সার্টিফিকেট।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে সহযোগী হিসেবে ছিল অপসোনিন ফার্মা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল আলট্রা ক্যাম্প রানার্স।