সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা যান ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। একাধিক ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন এই সংগীতশিল্পী।

বাংলাদেশি সিনেমায়ও প্লেব্যাক করেছেন জুবিন গার্গ। চিত্রনায়ক অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ জুবিনের গাওয়া। এ গান দিয়েই মূলত ঢালিউড তারকা অনন্ত জলিল ভক্তদের কাছে অন্যরকম পরিচিতি লাভ করেন। 

আরো পড়ুন:

গোপন বিয়ের ছবি প্রকাশ না করার কারণ জানালেন রানী

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অনন্ত জলিল বলেন, “দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা দারুণ জনপ্রিয় ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গাইত, নাচ করত। দেশের সব কলেজের ছেলে-মেয়েদের কাছে গানটি মানে ছিল এক উন্মাদনা। জুবিন গার্গের কণ্ঠেই এই গান আমার জনপ্রিয়তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল।” 

আবেগঘন কণ্ঠে অনন্ত জলিল বলেন, “সবাই জানে অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’। কিন্তু এর পেছনে যিনি ছিলেন সেই জুবিন গার্গ আজ আর নেই। আমি ব্যথিত, আমি ঠিক ভুল করতে পারছি না। যেখানে যেতাম, বিদেশেও, মানুষ আমাকে এই গান শোনাতে বলত কিংবা গানটির সঙ্গে নাচতে বলত। জুবিন গার্গের গাওয়া এই গানই আমাকে সত্যিকারের ফেমাস করেছে।” 

জুবিন গার্গের প্রয়াণে শুধু ভারত নয়, বাংলাদেশের সংগীতপ্রেমীরাও গভীর শোকাহত। তার কণ্ঠের সুর স্মৃতির ভুবনে অমলিন হয়ে থাকবে বহুদিন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ