রাজধানীর ডেমরায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডেমরার হাজীনগর এলাকার সেবা হাসপাতালের মালিকসহ বেশ কয়েকজনের নামে মামলা করেছে পুলিশ।
জানা গেছে, রোববার রাতে সেবা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা.
ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, রোববার রাতে ডিএমপির সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল সেবা হাসপাতালের সামনে থেকে হত্যার মামলার আসামি ইমরানকে গ্রেপ্তার করে। এ সময় ইমরান হাসপাতালে তাঁর এক রোগীর অস্ত্রোপচার রয়েছে বলে নাটক সাজান। সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ তাঁকে ওটিতে যেতে দেয়। এই সুযোগে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী দিয়ে পুলিশ ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে ধরতে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় হাসপাতালের মালিক আমিনুলসহ চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি ২৫ জন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে ডা. ইমরান মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউট থেকে পালিয়ে যান। গত ৯ মাসে আর ইনস্টিটিউটে যাননি। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/শাহীন/রাজীব