জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও খাবার বিতরণ
Published: 30th, May 2025 GMT
বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
শুক্রবার (৩০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।
শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে বই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড, ১৭নং ওয়ার্ড, ১৬নং ওয়ার্ড, ১৫ নং ওয়ার্ড, ১৪নং ওয়ার্ড, ১৩নং ওয়ার্ড, ১২নং ওয়ার্ড, ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এরপর বন্দরের ১৯নং ওয়ার্ড, ২০নং ওয়ার্ড, ২১নং ওয়ার্ড, ২২নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড, ২৪নং ওয়ার্ড, ২৫নং ওয়ার্ড, ২৬নং ওয়ার্ড, ২৭নং ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও ভালোবাসার নীতির কথা স্মরণ করেন।
তিনি বলেন, “জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব।”
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।”
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা.মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র সভাপতি মাসুদ রানা, সাধারণ এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ খ ব র ব তরণ র ষ ট রপত সদস য
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ মুমূর্ষ অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
নিহত ফারজিয়া শেরপুর জেলা সদরের চান্দিনগর মাইজপারা গ্রামের মামুন ইসলামের মেয়ে ।
নিহত শিশুর মা লিজা আক্তার জানান, আমার শিশু মেয়ে ফারজিয়া আজ সকালের দিকে কয়েকজন বাচ্চার সাথে খেলা করছিল। সে সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুধবার দুপুরে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম বলেন, মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।