দেশের ফুটবল যেন প্রবাসী-স্রোত! হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত সোমের পর আলোচিত নাম কিউবা মিচেল। কিছুদিন ধরেই তাঁকে নিয়ে নানা গুঞ্জন। এবার অবশ্য কোনো গুঞ্জন নয়, সত্যিই হতে চলেছে অনেক ফুটবলপ্রেমীর চাওয়া।

আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিউবা মিচেল। রাতে বাফুফের একটি বিশ্বস্ত সূত্র এমন খবর প্রথম আলোকে নিশ্চিত করেছে। এরই মধ্যে কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলানোর পরবর্তী ধাপের কাজও শুরু করেছে ফুটবল ফেডারেশন।

নিয়ম অনুযায়ী, কিউবা মিচেলকে বাংলাদেশের জার্সিতে খেলাতে হলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও তাঁর ক্লাব সান্ডারল্যান্ডের অনাপত্তিপত্র লাগবে। সেই আবেদনও করা শেষ। এখন শুধু অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষা।

এফএ এবং সান্ডারল্যান্ড অনাপত্তিপত্র দেওয়ার পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের প্রয়োজন পড়বে। সেই ধাপ শেষ হলে লাল-সবুজের জার্সিতে কিউবার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।

মিডফিল্ডের তিন পজিশন-ডিফেন্সিভ, সেন্ট্রাল এবং অ্যাটাকিংয়েও সমানভাবে দক্ষ কিউবা মিচেল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ