২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল ৩টায় তিনি এই বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে ওটিটিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে অনলাইনে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য দর্শকদের ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন।

আশফাক নিপুন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবারের সংখ্যা ও আচরণ সম্পর্কে অর্থ উপদেষ্টার কোনো হালনাগাদ তথ্য আছে কি? তিনি জানেন কি আমাদের কনটেন্টের বড় একটা অংশ দর্শক পাইরেসির মাধ্যমে দেখেন? এই পাইরেসির বিরুদ্ধে দীর্ঘদিনের ব্যর্থতা কি তারা বোঝেন?’

নিপুণ আরও লিখেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নতুন শিল্পকে কর রেয়াত দিয়ে উৎসাহিত করা হয়। অথচ মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা আমাদের ওটিটি শিল্পের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হলো। এর প্রভাব পড়বে নির্মাণ ব্যয়, কনটেন্টের মান এবং বৈধ সাবস্ক্রিপশন নিতেও মানুষ নিরুৎসাহিত হবে। বরং পাইরেসির দিকেই ঝুঁকবে অনেকে। ফলে বৈধ ব্যবসা সংকুচিত হবে, সবার ক্ষতিই হবে। শুল্ক বসিয়ে পাইরেসিকেই যেন উৎসাহ দেয়া হচ্ছে। পুরো কাঠামোর সংস্কার না করে এমন সিদ্ধান্ত খুবই দুঃখজনক।

নিপুণের পোস্টটি শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে অনেক শিল্পী দেশত্যাগ করবেন। বিদেশে গিয়ে স্থায়ী হতে বাধ্য হবেন।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম গত কয়েক বছরে দেশের তরুণ নির্মাতা ও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন এই খাতে বাড়তি শুল্ক আরোপ শিল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আশফ ক ন প ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ