দীপিকা পাড়ুকোন ও ‘অ্যানিমেল’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যে বিরোধের খবর প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুসারে, পরিচালক তাঁর ‘স্পিরিট’ ছবির জন্য দীপিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সদ্য মা হওয়া এই অভিনেত্রী পরিচালকের সামনে তাঁর কিছু দাবি তুলে ধরেছিলেন, যার মধ্যে ছিল প্রতিদিন মাত্র আট ঘণ্টা শিফট, ২০ কোটি রুপি পারিশ্রমিক, সিনেমার লাভের অংশ এবং তেলুগুতে সংলাপ না বলা। পরে তাঁর জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। এখন জনপ্রিয় পরিচালক মণি রত্নম এই পুরো বিতর্কে দীপিকাকে সমর্থন করেছেন। তিনি দীপিকার দাবিকে সঠিক বলে মন্তব্য করেছেন।

দীপিকার দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে আগেই তাঁকে সমর্থন করেছেন কাজল, অজয় দেবগন, সাইফ আলী খান, রাধিকা আপ্তেরা। এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মণিরত্নম।

সম্প্রতি ‘থাঠ লাইফ’ প্রচারে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মণিরত্নম বলেন, ‘আমার মনে হয় এটা ন্যায্য দাবি। আমার আনন্দ হচ্ছে যে দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছেন। একজন পরিচালক হিসেবে আমার মনে হয়, অভিনেতাদের এই দাবিগুলো বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেওয়াটা তো অনৈতিক নয়; বরং অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত এবং এগুলো মেনে নিয়েই কাজ করতে হবে।’

মণিরত্নম। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ