সোনারগাঁয়ে মাদকমুক্ত নোয়াগাঁও ইউনিয়ন বিনির্মানে জনসচেতনতার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী স্কুল মাঠে ওয়ান আমব্রেলা সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।  

এসময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের যুবসমাজ এখন ভালো নেই। তারা এখন বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। দয়া করে সকল পিতা-মাতা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো। আপনারা আপনাদের সন্তানদের নিয়ে রাতে অন্তত একবেলা ভাত এক সাথে খান। 

এতে অন্তত আপনারা জানতে ও বুঝতে পারবেন আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে? পুলিশ প্রশাসন একা কখনো মাদক নির্মুল করতে পারবে না। যদি পরিবার থেকে সচেতন না করে। তাই সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের সন্তান কিংবা ভাই কি করে একটু খোঁজ খবর নেন।

আমি খাইরুল ইসলাম সজিব ও আমার যুবদল সোনারগাঁ থেকে মাদক নির্মুলের জন্য যা করা প্রয়োজন জীবনবাজি রেখে হলেও করবো,ইনশাআল্লাহ।  

মাদকবিরোধী এ সভায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম খান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সেলিম হোসেন দিপু,আতাউর রহমান,করিম রহমান, মতিউর রহমানসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ আপন র য বদল

এছাড়াও পড়ুন:

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লা উত্তর থানা জামায়াতের  উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লা  ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এ অভিযান পরিচালতি হয়। অভিযানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ, স্বেচ্ছাসেবক কর্মীরা অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

অভিযান উদ্বোধন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ।

তিনি বলেন, “জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।” সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো।

এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে। 

ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম। 

এলাকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার দাবি জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান