ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭,১২১
Published: 12th, June 2025 GMT
ভারতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আরো ছয়জনের মৃত্যু হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১ জনে পৌঁছেছে।
আরো পড়ুন:
এক সিনেমায় কত পারিশ্রমিক পান নয়নতারা?
ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে বাড়তি সতর্কতা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেরালা সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য, সেখানে ২ হাজার ২২৩ জন সক্রিয় আক্রান্ত। এরপর রয়েছে গুজরাট (১ হাজার ২২৩), দিল্লি (৭৫৭), পশ্চিমবঙ্গ (৭৪৭) এবং মহারাষ্ট্র (৬১৫)।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায়, দেশের সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মহড়া চলছে।
সব মিলিয়ে, সংক্রমণ বৃদ্ধির এ সময়টিকে গুরুত্বসহকারে নিচ্ছে ভারতীয় প্রশাসন। সাধারণ জনগণকেও স্বাস্থ্যবিধি মেনে চলার এবং অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ