ভারতে বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে বড় ধস
Published: 12th, June 2025 GMT
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। বিমানটি ছিল বোয়িংয়ের তৈরি ড্রিমলাইনার। এ কারণে বিমান দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমসের
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মূল লেনদেন শুরুর আগে (প্রি-মার্কেট লেনদেনে) বোয়িংয়ের শেয়ারের দাম কমে যায়। প্রি-মার্কেট লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বা সাড়ে ১৭ ডলার কমে ১৯৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।
ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত প্লেনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স স্বাধীনভাবে উড়োজাহাজটির মডেল যাচাই করতে পারেনি।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পরপরই এটি লোকালয়ে বিধ্বস্ত হয়।
ভারতের স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি একটি বেসামরিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। আর বোয়িং এ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি।
বোয়িংয়ের পাশাপাশি ভারতের স্থানীয় উড়োজাহাজ কোম্পানির শেয়ারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে দেশটির ইন্টারগ্লোব এভিয়েশন ও স্পাইসজেটের শেয়ারের দাম ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারদর কমে যাওয়া মূলত একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, এটি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং ও তাদের উড়োজাহাজ নিয়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা বাদেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক ডজনের বেশি কারাবন্দী।
আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে ১৬ জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন, তা রাশিয়ার না জানার কথা নয়।
ইউক্রেনের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে চারটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি ৪৩ জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দী পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারে ২৭৪ জন আসামি সাজা খাটছেন। তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই।
গতকাল সোমবার রাতে ইউক্রেনে আরও ৩৭টি ড্রোন ও ২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে ৩২টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করা হয়েছে। একটি ড্রোন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালে আঘাত হানে। এতে ২২ জন আহত হন।
হাসপাতালে ওই হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। খারকিভ অঞ্চলে আলাদা একটি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া সোমবার রাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে একজন নিহত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসে এ যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে পুতিন ও জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন তিনি। তবে কোনো অগ্রগতি আসেনি। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে যুদ্ধ থামাতে পুতিনকে ৫০ দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ব্যত্যয় হলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনযুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ স্টারলিংক বন্ধের নির্দেশ দেন মাস্ক২৬ জুলাই ২০২৫এরপর গত সোমবার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। স্কটল্যান্ড সফরের সময় তিনি বলেন, ‘আমি আসলেই ভেবেছিলাম এটি (যুদ্ধ) শেষ হতে চলেছে। যতবারই ভেবেছি এটি শেষ হবে, ততবারই তিনি (পুতিন) মানুষ হত্যা করেছেন। আমি তাঁর সঙ্গে আর কথা বলতে চাই না।’