ভারতে বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে বড় ধস
Published: 12th, June 2025 GMT
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। বিমানটি ছিল বোয়িংয়ের তৈরি ড্রিমলাইনার। এ কারণে বিমান দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমসের
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মূল লেনদেন শুরুর আগে (প্রি-মার্কেট লেনদেনে) বোয়িংয়ের শেয়ারের দাম কমে যায়। প্রি-মার্কেট লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বা সাড়ে ১৭ ডলার কমে ১৯৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।
ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত প্লেনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স স্বাধীনভাবে উড়োজাহাজটির মডেল যাচাই করতে পারেনি।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পরপরই এটি লোকালয়ে বিধ্বস্ত হয়।
ভারতের স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি একটি বেসামরিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। আর বোয়িং এ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি।
বোয়িংয়ের পাশাপাশি ভারতের স্থানীয় উড়োজাহাজ কোম্পানির শেয়ারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে দেশটির ইন্টারগ্লোব এভিয়েশন ও স্পাইসজেটের শেয়ারের দাম ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারদর কমে যাওয়া মূলত একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, এটি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং ও তাদের উড়োজাহাজ নিয়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫