ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও দেশের সর্বোচ্চ পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাঁর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
বাঘেরি মোহাম্মদ হোসেইন আফশোরদি নামেও পরিচিত। তাঁর জন্ম সাল নিয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, তিনি ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন, অন্যরা সালটি ১৯৫৮ বলে উল্লেখ করেছেন। শিক্ষাজীবনে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরে তারবিয়াত-ই মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ভূগোলে ডক্টরেট ডিগ্রি নেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও ইরানের পুরো সামরিক বাহিনীর কার্যক্রম দেখভাল করতেন। পাশাপাশি তিনি এসব বাহিনীর মধ্যে সমন্বয়ের দায়িত্বেও ছিলেন। তাঁর সামরিক জীবন সম্পর্কে বিশদভাবে খুব বেশি কিছু জানা না গেলেও তিনি আইআরজিসিতে একজন অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা ও একাডেমিক অর্জনের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য খুব কমই প্রকাশ পেয়েছে।
১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর ১৯৮০ সালে আইআরজিসিতে যোগ দেন বাঘেরি। ওই বছরই শুরু হয় ইরান-ইরাক যুদ্ধ, যেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এই যুদ্ধে তাঁর বড় ভাই হাসান বাঘেরি নিহত হন।
ভাইয়ের মৃত্যুর পর ১৯৮৩ সালে আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হন মোহাম্মদ বাঘেরি। যুদ্ধ শেষে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যেমন– উপপ্রধান (ডেপুটি) গোয়েন্দা ও অপারেশনপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সাধারণ কার্যক্রমের প্রধান।
২০১৬ সালে তিনি মেজর জেনারেল সাইয়্যেদ হাসান ফিরোজাবাদির স্থলাভিষিক্ত হয়ে আইআরজিসির চিফ অব স্টাফ হন। তিনি বিপ্লবী এই বাহিনীর একটি ‘এলিট ফোর্স’-এর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন, যাদের দায়িত্ব ছিল বিশেষ ও স্পর্শকাতর মিশন পরিচালনা করা, বিশেষ করে বিমানঘাঁটিভিত্তিক অভিযানের ক্ষেত্রে।
২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় বাঘেরিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আনে। পরে ইউরোপীয় ইউনিয়ন তাঁকে রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগে নিষিদ্ধ করে। এ ছাড়া কানাডা ও যুক্তরাজ্যও ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশে চলমান বিক্ষোভ দমন অভিযানের জন্য তাঁকে নিষেধাজ্ঞা দেয়।
বাঘেরির মৃত্যুর পর ইরান সরকার আহমাদ বাহিদিকে (সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী) অন্তর্বর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
বাঘেরির পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের প্রধান হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান গোলাম আলি রাশিদও নিহত হয়েছেন। এই হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন।
এই হামলা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী রোববার ওমানের মাসকাটে পারমাণবিক আলোচনার আরেকটি রাউন্ড শুরু করতে যাচ্ছিল। হামলার ফলে আলোচনা স্থবির হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল সশস ত র ব হ ন র আইআরজ স
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন