বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে এক হৃদয়স্পর্শী আয়োজন করলেন দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক এস এম ইকবাল রুমির কন্যা ছাইয়েদাতুন নেছা ইন্নি।

রবিবার (১৫ জুন) রাত ৮টায় শহরের কলেজ রোডের রুপায়ন টাওয়ারের ২য় তলায় খবর প্রতিদিন পত্রিকার কার্যালয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটে ছাইয়েদাতুন নেছা ইন্নি তার পিতাকে শুভেচ্ছা জানান। মুহূর্তটি আবেগ ও ভালোবাসায় ভরে ওঠে।

সম্পাদক এস এম ইকবাল রুমি বলেন, “সন্তানের ভালোবাসা ও সম্মানই একজন পিতার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বাবা দিবসে এমন এক চমকপ্রদ আয়োজন আমার জন্য এক বিশেষ অনুভূতি হয়ে থাকবে।”

এই আয়োজনে পরিবারের সদস্যদের পাশাপাশি খবর প্রতিদিন এর কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে কেক কাটায় অংশ নেন এবং বাবা দিবসের এ আয়োজনকে ঘিরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

উপস্থিতরা মনে করেন, বাবা দিবসে সন্তানের এ ধরনের ভালোবাসাপূর্ণ উদ্যোগ পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং সমাজে পিতৃস্নেহের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ