বিরাট কোহলি আর টেস্ট খেলবেন না। ইংল্যান্ড সিরিজের আগেই অবসরের ঘোষণা দিয়েছেন। তবে এখনো তিনি আছেন আলোচনার কেন্দ্রে। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহলি না খেললেও ধারাভাষ্য কক্ষে সাবেক ক্রিকেটারদের আলোচনায় ঘুরেফিরে এসেছে তাঁর নাম।

বিশেষ করে, ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে কানাঘুষা। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক।

কী সেই মন্তব্য? হেডিংলি টেস্টের প্রথম দিনে কাল ভারতের স্কোর তখন বিনা উইকেটে ৭৭, তখন ক্রিজে ছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সোয়াল। সেই সময়েই মাঞ্জরেকার বলেন, ‘এই সেশন দেখে অনেকে ভাববেন যে পিচটা নির্বিষ। পেসারদের খুব একটা বিপজ্জনক মনে হচ্ছে না। এর একটি বড় কারণ হচ্ছে, এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিং। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে বল পড়েছে, তারা ছেড়ে দিয়েছে। যশস্বী সেটা করছে। স্টাম্পের মধ্যে যেটা পড়েছে সেটা ড্রাইভ করেছে, আর যেটা বাইরের দিকে পড়েছে সেটা ছেড়ে দিয়েছে।’

সঞ্জয় মাঞ্জরেকার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

দ্য হানড্রেড

ম্যানচেস্টার-সাউদার্ন ব্রেভ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ