বগুড়ার যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মতিন ঢাকায় গ্রেপ্তার
Published: 22nd, June 2025 GMT
বগুড়ার যুবলীগ ও শীর্ষ সন্ত্রাসী নেতা আব্দুল মতিন সরকারকে (৫০) ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বসিলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো.
তিনি জানান, গ্রেপ্তার হওয়া মতিন সরকার ঢাকার বসিলায় ভাড়া বাসায় গোপনে অবস্থান করছিলেন। গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মতিন সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে দুটি হত্যাকাণ্ডসসহ ডজনখানেক হত্যা মামলা, অস্ত্র, মাদক আইনসহ ২০টি মামলা চলমান রয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ঢাকা/এনাম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মত ন সরক র
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন