সবার মনোযোগ মঞ্চে, যেখানে চলছে ‘মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ নিয়ে আলোচনা। সারাবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। মোবাইল টেস্টিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে এআই প্রযুক্তির ব্যবহার।
অ্যাপ ডেভেলপারদের দক্ষতা ও বৈশ্বিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে রাজধানীতে ড্রয়েডকন বাংলাদেশের
উদ্যোগ নেওয়া হয়।
এতে মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছাড়াও অ্যান্ড্রয়েড নিরাপত্তা, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ও ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব নিয়ে কথা বলেন বক্তারা। 
অন্যদিকে, জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশ্লেষক, প্রযুক্তিবিদ, প্রোগ্রামাররা এতে অংশ নিয়েছেন।
ড্রয়েডকনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করে বা কাজ করতে আগ্রহী, তাদের জন্য এমন সম্মেলন সময়োপযোগী। আগ্রহীরা এতে অ্যান্ড্রয়েডের অনেক বিষয়ে বিশদ ধারণা পেয়েছেন, যা আমাদের সমৃদ্ধ করেছে। নিজেদের পরবর্তী অ্যান্ড্রয়েড ক্যারিয়ারে এমন সম্মেলন কাজে আসবে। বৈশ্বিক অ্যান্ড্রয়েড অ্যাপকেন্দ্রিক বাজারের আকার বছরের পর বছর প্রবৃদ্ধি অর্জন করছে। বাংলাদেশে অ্যান্ড্রয়েডের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছে এমন সংখ্যা তেমন বাড়েনি। যারা দেশে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এমন সম্মেলন দারুণ কাজের।
জানা গেছে, সারাবিশ্বে ২০২৪ সালে ১৩ হাজার ৭০০ কোটি অ্যাপ ও গেম ডাউনলোড হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ বাজারের আর্থিক মূল্য ৬২ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
বিশ্বজুড়ে অ্যাপ ডেভেলপারের সংখ্যা 
৫৯ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারের সংখ্যা বৈশ্বিক তুলনায় এখনও 
অনেক পিছিয়ে।
অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের জ্যেষ্ঠ অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, আমরা চাই বাংলাদেশের নবীন ডেভেলপাররা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে আগ্রহী হোক। বিশ্বের অন্যসব দেশের তুলনায় আমাদের দেশে উল্লেখযোগ্য অ্যাপ ডেভেলপার নেই, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। আমরা নবীন ডেভেলপার ও ভবিষ্যতে যারা অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়বেন, 
তাদের দক্ষতা বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
প্রসঙ্গত, ঢাকায় সর্বশেষ ২০১৭ সালে ড্রয়েডকন সম্মেলন হয়। চলতি বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যসব শহর লন্ডন, বার্লিন, সানফ্রান্সিসকো ও 
নাইরোবির মতো শহরে ড্রয়েডকন
সম্মেলন হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র ব যবহ র এমন স

এছাড়াও পড়ুন:

‘১৪ সালে বিএনপির কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হয়নি’

আওয়ামী লীগ ঠেকাতে ২০১৪ সালে বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করেছিল জাতীয় পার্টি। কিন্তু বিএনপির কারণে সেটা হয়নি বলে দাবি করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (৯ আগস্ট) ঢাকার গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে একথা বলেন তিনি। 

বিএনপির উদ্দেশ্যে ব্যারিস্টার আনিস বলেন, “আজকে সবচাইতে বড় দল, তারা ২০১৮ সালে নির্বাচন করেননি? ২০১৪ সালে নির্বাচনে  বিএনপির একজন বড় নেতার সঙ্গে কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে এলায়েন্স করার জন্য, কিন্তু সেদিন বিএনপির কারণে সেটা হয়নি।”

‘‘আমরা নির্বাচন করেছি, আপনারা সংসদ নির্বাচন করেননি, কিন্তু আপনারা সেদিন তো স্থানীয় নির্বাচনগুলো করেছেন। ১৮তে আপনারা করেছেন, আমরাও করেছি, আপনাদের সঙ্গে আমাদের প্রার্থক্য কোথায়। আপনারা এই কিছুদিন আগে মেয়রের যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন আপনারা বৈধতা দিতে চাচ্ছেন। বৈধতা দিয়েছেনও। আজকে স্ববিরোধিতার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে” বলেন আনিসুল ইসলাম মাহমুদ।

আওয়ামী লীগ আমলে নির্বাচন করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ব্যারিস্টার আনিস বলেন, “নির্বাচন আমরা করেছি, কোনো অন্যায় করিনি। তখনকার যে নিয়ম ছিল, আইন ছিল সেটা মেনে করেছি। বিশ্বের স্বীকৃত একটা সরকার ছিল। সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। আমরা তো বিপ্লবী পার্টি নই। তারপরও আজকে ফিরোজ রশীদ যে কথা বলেছেন, আমি তার সঙ্গে একসূরে বলবো,  তারপরও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, তাহলে নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি।”

‘‘কারণ আমরা জনগণকে রায়কে সম্মান করতে চাই। চলতে চাই, আমরা এটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো, আপনারা যেটা বুঝেন সেটা খারাপ। হ্যাঁ তবে আপনাদের বুঝাবার চেষ্টা করবো। তারপরও জনগণ যদি মনে করে আমরা অন্যায় করেছি তাহলে আমরা নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।” 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আনিস বলেন, “আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি। স্বপ্ন দেখছি,  এদেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি মানুষের কাছে যেতে পারি।  আজকে সময় এসেছে আমাদের পার্টিকে শক্তিশালী করার। পাড়া মহল্লায় যেতে হবে আমাদের। আশা করছি, আমরা জনগণের কাছে যেতে পারবো। কারণ আমরা কোনো অন্যায় করিনি।” 

সরকারের সংস্কারের সমালোচনা করে দলের এই জ্যেষ্ঠনেতা বলেন, “আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার যারা আজকে করার জন্য বসেছে, তারাই একসময় সংস্কারে বাধা দিয়েছিলো। আপনারা বুদ্ধিজীবীরাই সেদিন আমাদের হাইকোর্ট বিকেন্দ্রিকরণ করতে দেন নাই। স্বাস্থ্যনীতি করতে দেয়নি, উপজেলা পদ্ধতি ক্ষমতা থেকে যাওয়ার পর বিলুপ্ত করে দিয়েছিল, পরে যখন দেখেছে দেশকে চালাতে পারছে না তখন এই উপজেলা পদ্ধতি আবার এনেছে।”

‘‘আপনারা পিআর পদ্ধতির কথা বলছেন, এটাও এরশাদ সাহেবের কথা। প্রাদেশিক সরকারও তার কথা। আজকে ৪৫ বছর পর আপনারা এখন অনুধাবন করছেন এসব জিনিস করতে হবে-যোগ করেন তিনি।

জাতীয় ‍পার্টি জনগণের পার্টি উল্লেখ করে ব্যারিস্টার আনিস বলেন, “আমাদের প্রয়াত চেয়ারম্যান একজন সামরিক শাসক ছিলেন। যখন তিনি ক্ষমতায়। কিন্তু তিনি এসে করলেন কি? সাধারণত সামরিক শাসকরা ক্ষমতা নিজের হাতে রাখতে পছন্দ করেন কিন্তু তিনি ক্ষমতা বিকেন্দ্রিকরণ করেছিলেন। উপজেলা করে মানুষের কাছে ক্ষমতা ছেড়ে দিলেন।  উপজেলায় কোর্ট নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও আপনারা বন্ধ করে দিয়েছেন। অতএব আপনারা সংস্কার আমাদের শিখায়েন না।”  

কাউন্সিলের প্রথম অধিবেশনের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

দলের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা ও দপ্তর সম্পাদক রাজ্জাক খানের পরিচালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জহিরুল ইসলাম জহির, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমানখান, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, মোবারক হোসেন আজাদ, খান ইসরাফিল খোকনসহ দলটির অধিকাংশ সিনিয়র নেতা ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা।

এ সময় সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের পাশাপাশি প্রায় তিন হাজারের অধিক ডেলিগেট কাউন্সিলে উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ