চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ হয়েছে গত ১৯ জুন। এর ১ মাস পূর্বে গত ১৯ মে বিভাগটির ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে।

এ ঘটনায় হতভম্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সেশনজট দূর করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিভাগটির।

জানা গেছে, বিভাগটির ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা গত ১৯ মে শুরু হয় । ইতোমধ্যে ২৭ মে ও ১৮ জুন আরও দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা গত ১৯ জুন।

আরো পড়ুন:

চাকসু নির্বাচনের দাবি বিপ্লবী ছাত্রসমাজের

চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই

তবে ১৯ জুনের পূর্বেই বিভাগটির স্নাতকের অনানুষ্ঠানিক ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড.

মোহাম্মদ সালেহ্ জহুর।

তিনি বলেন, “সপ্তম সেমিস্টারে কিছু রিটেক, ইম্প্রুভ থাকার কারণে অষ্টম সেমিস্টারের ফলাফল প্রস্তুত থাকা সত্বেও আমরা দিতে পারিনি। তবে রেজাল্ট প্রস্তুত থাকায় সেটা খসড়া করে শিক্ষার্থীদের ১৯ জুনের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম বলেন, “আমরা মূলত সেশনজট দূর করতে ফল প্রকাশের পূর্বে স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া শুরু করেছি। আর স্নাতকের অষ্টম সেমিস্টারের পরীক্ষার পরই আমাদের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্সে প্রভিশনাল এডমিশন পান। এটা বিশ্ববিদ্যালয়ের নিয়মে রয়েছে। তবে সেখানে শর্ত রয়েছে, অষ্টম সেমিস্টারে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তিনি স্নাতকোত্তরের পরীক্ষা দিতে পারবেন না।”

এদিকে বিভাগের অষ্টম সেমিস্টারে একটি কোর্সে অকৃতকার্য হওয়ায় বিপাকে পড়েছেন এক নারী শিক্ষার্থী। অথচ স্নাতকোত্তরের পরীক্ষায় তিনিও অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “স্নাতকের ফলাফল প্রকাশের পূর্বে স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি সেশনজট দূর করতে চান, তাহলে কেনো তিনি দ্রুত ফল প্রকাশ করছেন না?”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র র পর ক ষ র ফল ফল ফল ফল প ১৯ জ ন

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • ১০ বছরে উৎপাদন বেড়েছে ৪৮%
  • ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছে: টাইমস/সিয়েনা জরিপ