দুই ঘণ্টার জন্য প্যারোলে বেরিয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
Published: 24th, June 2025 GMT
দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা তিনটার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে বার্ধক্যের কারণে মারা যান আনোয়ার হোসেনের মা আনোয়ারা খাতুন। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাঁকে দুই ঘণ্টার জন্য মুক্তি দেয়। পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাঁকে গ্রামের বাড়ি উপজেলার মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় আনোয়ার হোসেনের এক হাতে হাতকড়া ছিল। এ সময় তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গাংনী উপজেলার হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি গত ১৩ এপ্রিল থানায় একটি মামলা করেন। ওই মামলার ২ নম্বর আসামি আনোয়ারকে গ্রেপ্তার করে ২৩ এপ্রিল মেহেরপুর আদালতে হাজির করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
অন্তর্বর্তী সরকারবিরোধী নাশকতা ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে আনোয়ারসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের ৮২ নেতা-কর্মীকে ওই মামলায় আসামি করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ