মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসদ নেতার মৃত্যু
Published: 24th, June 2025 GMT
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এস এম রিদোয়ান কবির (৬০) নামে এক বাসদ নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রিদোয়ান কবির উপজেলার কচুয়াই ইউনিয়নের মৃত আলা মিয়া সওদাগরের ছেলে। তিনি পটিয়া উপজেলার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাবেক সদস্য ও চট্টগ্রাম শহরে মাসুদ এগ্রোর সিনিয়র ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পটিয়া থেকে চট্টগ্রাম শহরে শ্যালকের মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন রিদোয়ান কবির। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে রিদোয়ান কবির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে মোটরসাইকেলচালক শ্যালক শাহ্ হোসাইন সাগর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রিদোয়ান কবিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।