মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত
Published: 25th, June 2025 GMT
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাংনী জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী ও সদর উপজেলার গহরপুর গ্রামের মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর শহরের শেখ পাড়ার বাবু মীরের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো.
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ঠাকুরগাঁওয়ের লাহিড়ী-নেকমরদ রুটে বাস চলাচল শুরু হচ্ছে
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানিয়েছেন, মাহফুজুর রহমান মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে মেহেরপুরে যাওয়ার পথে বন বিভাগের কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকমল হোসেনের দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ফারুক/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না: রেজাউল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে।’’
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মাগুরা শহরের নোমানী ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যা অনুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি এবং ইসলাম, দেশ ও মানবতাবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘‘জবাবদিহিতার অভাবে ফ্যাসিবাদ তৈরি হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় কেন্দ্রীয়করণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’’
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান।
সমাবেশে পীর সাহেব চরমোনাই আরো বলেন, ‘‘১৫ বছর ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া দেশকে এখনো অনিরাপদ রেখেছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা ও মন্তব্য করতে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থায় ফ্যাসিবাদের সুযোগ করে দেয়া যাবে না।’’
চরমোনাই আমীর বলেন, ‘‘৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারে ঐক্যমত তৈরি হয়েছে। সেই সংস্কার হবে হবে রাষ্ট্রের কাঠামোতে, আইনে এবং রাজনৈতিক দলের চরিত্র ও সংস্কৃতিতে।’’
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলার সহ-সভাপতি ও মাগুরা-১ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান প্রমুখ।
ঢাকা/শাহীন/বকুল